শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলপত্র ঘোষণা, লক্ষ্য শীর্ষ ১৫টি দেশের আসন

রাশিদুল ইসলাম : [২] ২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বসারির মানে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এ কৌশলপত্র ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। সিনহুয়া

[৩] সৌদি ডাটা এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির প্রেসিডেন্ট আব্দুল্লা বিন শারাফ আলঘামদি ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি বলেন এ ঘোষণার লক্ষ্যমাত্রা হচ্ছে বিশ্বের এ খাতে সেরা স্থান অর্জন করা। এজন্যে একটি ফাউন্ডেশন গঠন করার কথা উল্লেখ করে তিনি বলেন কৃত্রিম বুদ্ধিমত্তায় গ্লোবাল হাবে সৌদি আরবকে নিয়ে যেতে বিভিন্ন উদ্যোগকে অগ্রাধিকার দেয়া হবে।

[৪] আলঘামদি বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে স্বাস্থ্য খাতে সেবা উন্নত করা সম্ভব, শহরগুলোকে আরো স্মার্ট ও সড়কগুলোকে নিরাপদ করা হবে।

[৫] কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলপত্রে ২০ হাজার জনবলকে প্রশিক্ষণ দিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ৩’শ কার্যকর স্টার্টআপস তৈরি সহ সৌদি আরববে ১৫টি শীর্ষ দেশের তালিকায় উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

[৬] সৌদি আরবে চীনের রাষ্ট্রদূত চেন ওয়েইকিং বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার দেশের সঙ্গে মুসলিম এ দেশটির যৌথ উদ্যোগে অনেক কিছুই করার আছে। সৌদি আরবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক সেমিনারে চীনের বেশকিছু কোম্পানি ও গবেষণা ইনস্টিটিউট অংশ নেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়