শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলপত্র ঘোষণা, লক্ষ্য শীর্ষ ১৫টি দেশের আসন

রাশিদুল ইসলাম : [২] ২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বসারির মানে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এ কৌশলপত্র ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। সিনহুয়া

[৩] সৌদি ডাটা এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির প্রেসিডেন্ট আব্দুল্লা বিন শারাফ আলঘামদি ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি বলেন এ ঘোষণার লক্ষ্যমাত্রা হচ্ছে বিশ্বের এ খাতে সেরা স্থান অর্জন করা। এজন্যে একটি ফাউন্ডেশন গঠন করার কথা উল্লেখ করে তিনি বলেন কৃত্রিম বুদ্ধিমত্তায় গ্লোবাল হাবে সৌদি আরবকে নিয়ে যেতে বিভিন্ন উদ্যোগকে অগ্রাধিকার দেয়া হবে।

[৪] আলঘামদি বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে স্বাস্থ্য খাতে সেবা উন্নত করা সম্ভব, শহরগুলোকে আরো স্মার্ট ও সড়কগুলোকে নিরাপদ করা হবে।

[৫] কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলপত্রে ২০ হাজার জনবলকে প্রশিক্ষণ দিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ৩’শ কার্যকর স্টার্টআপস তৈরি সহ সৌদি আরববে ১৫টি শীর্ষ দেশের তালিকায় উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

[৬] সৌদি আরবে চীনের রাষ্ট্রদূত চেন ওয়েইকিং বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার দেশের সঙ্গে মুসলিম এ দেশটির যৌথ উদ্যোগে অনেক কিছুই করার আছে। সৌদি আরবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক সেমিনারে চীনের বেশকিছু কোম্পানি ও গবেষণা ইনস্টিটিউট অংশ নেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়