ডেস্ক নিউজ : শুক্রবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক জানান, দূর পাল্লার লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি। তবে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এদিকে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে রাজধানীসহ সারা দেশে গতকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অফিস থেকে দেশের সমুদ্র বন্দরগুলোকে স্থানীয় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সূত্র: ডিবিসি নিউজ