শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিয়াল-বার্সার মৌসুমের প্রথম এল ক্লাসিকোর রেফারি হুয়ান মার্তিনেস

স্পোর্টস ডেস্ক : [২] নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকোর জন্য অপেক্ষা আর মাত্র এক দিন। লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই মহারণের জন্য রেফারিদের নাম চূড়ান্ত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

[৩] শনিবার ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হুয়ান মার্তিনেস মুনুয়েরাকে। এই প্রথমবার এল ক্লাসিকো পরিচালনা করবেন এই স্প্যানিশ রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রুমে থাকবেন হোসে মারিয়া সানচেস মার্তিনেস।

[৪] একসঙ্গে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা না থাকলেও মুনুয়েরা তার ক্যারিয়ারে ২৪ বার রিয়ালের ম্যাচে রেফারি ছিলেন। মুনুয়েরার সঙ্গে মাদ্রিদ ক্লাবটি জিতেছে ১৫টি এবং আটটি ড্র ও চারটি হার। এই মৌসুমেও রিয়ালের ম্যাচে দেখা গেছে ৩৮ বছর বয়সী রেফারিকে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাদের গোলশূন্য ড্রর ম্যাচে।

[৫] বার্সেলোনার ম্যাচে রেফারি মুনুয়েরাকে দেখা গেছে ২১ বার। যার মধ্যে বার্সেলোনাও জিতেছে ১৫ ম্যাচ, ড্র ও হার তিনটি করে। সর্বশেষ বার্সার ম্যাচে তিনি রেফারিং করেছিলেন গত মৌসুমের শেষ ম্যাচে। ন্যু ক্যাম্পে ওইবার কাতালান ক্লাব ২-০ গোলে হারায় লেগানেসকে।

[৬] মুনুয়েরার কাছে রিয়ালের ৫০ খেলোয়াড় ‘বুকড’ হয়েছেন এবং জেসুস ভায়েজো দেখেছেন লাল কার্ড। বার্সেলোনার ৪৯ খেলোয়াড় তার কাছে হলুদ কার্ড দেখেছে। এই রেফারির কাছ থেকে দুই দলই পেয়েছে পাঁচটি করে পেনাল্টি।

[৭] সম্প্রতি ম্যাচ পরিচালনায় দারুণ দক্ষতা দেখানোর পুরস্কার হিসেবে প্রথমবার এল ক্লাসিকোর দায়িত্ব পেলেন মুনুয়েরা। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায়।- মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়