শিরোনাম
◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ ভোটের আগে জোট ও পর্দার আড়ালে ‘সমঝোতা’ ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’ ◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিয়াল-বার্সার মৌসুমের প্রথম এল ক্লাসিকোর রেফারি হুয়ান মার্তিনেস

স্পোর্টস ডেস্ক : [২] নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকোর জন্য অপেক্ষা আর মাত্র এক দিন। লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই মহারণের জন্য রেফারিদের নাম চূড়ান্ত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

[৩] শনিবার ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হুয়ান মার্তিনেস মুনুয়েরাকে। এই প্রথমবার এল ক্লাসিকো পরিচালনা করবেন এই স্প্যানিশ রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) রুমে থাকবেন হোসে মারিয়া সানচেস মার্তিনেস।

[৪] একসঙ্গে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা না থাকলেও মুনুয়েরা তার ক্যারিয়ারে ২৪ বার রিয়ালের ম্যাচে রেফারি ছিলেন। মুনুয়েরার সঙ্গে মাদ্রিদ ক্লাবটি জিতেছে ১৫টি এবং আটটি ড্র ও চারটি হার। এই মৌসুমেও রিয়ালের ম্যাচে দেখা গেছে ৩৮ বছর বয়সী রেফারিকে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাদের গোলশূন্য ড্রর ম্যাচে।

[৫] বার্সেলোনার ম্যাচে রেফারি মুনুয়েরাকে দেখা গেছে ২১ বার। যার মধ্যে বার্সেলোনাও জিতেছে ১৫ ম্যাচ, ড্র ও হার তিনটি করে। সর্বশেষ বার্সার ম্যাচে তিনি রেফারিং করেছিলেন গত মৌসুমের শেষ ম্যাচে। ন্যু ক্যাম্পে ওইবার কাতালান ক্লাব ২-০ গোলে হারায় লেগানেসকে।

[৬] মুনুয়েরার কাছে রিয়ালের ৫০ খেলোয়াড় ‘বুকড’ হয়েছেন এবং জেসুস ভায়েজো দেখেছেন লাল কার্ড। বার্সেলোনার ৪৯ খেলোয়াড় তার কাছে হলুদ কার্ড দেখেছে। এই রেফারির কাছ থেকে দুই দলই পেয়েছে পাঁচটি করে পেনাল্টি।

[৭] সম্প্রতি ম্যাচ পরিচালনায় দারুণ দক্ষতা দেখানোর পুরস্কার হিসেবে প্রথমবার এল ক্লাসিকোর দায়িত্ব পেলেন মুনুয়েরা। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায়।- মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়