শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুস্থ বোধ না করায় ট্রাম্পের প্রচারণা বাদ দিলেন মেলানিয়া

রাশিদুল ইসলাম : [২] কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও পুরোপুরি ভাল বোধ না করায় পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মঙ্গলবার রাতে যান নি ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়ার চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম জানান কফজনিত অসুস্থতা এখনো পুরোপুরি সেরে না ওঠায় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যাচ্ছে না। সিএনএন

[৩] গত সপ্তাহে মেলানিয়া জানান তার শরীরে এখনো ব্যথা রয়েছে, মাথা ব্যথা ছাড়াও প্রবল বিষণ্ন বোধ করছেন।

[৪] আপাতত ট্রাম্পের কোনো প্রচার সমাবেশে যোগ দিচ্ছেন না মেলানিয়া।

[৫] সিএনএন’কে হোয়াইট হাউসের আরেকটি সূত্র জানায় সত্যিই মেলানিয়া ভাল বোধ করছেন না। তার শরীরের এ অবস্থা ‘জেনুইন’ ও কফের সমস্যা রয়েই গেছে। যার কারণে তার জনসমক্ষে না যাওয়াই ভাল।

[৬] গ্রিশাম সিএনএনকে আরো জানান মেলানিয়ার অন্যান্য কাজ বা সফর বাতিল করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট পেন্স ও ট্রাম্প পরিবারের সদস্যরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

[৭] এর আগেও ২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় মেলানিয়ার সরব উপস্থিতি ছিল না। ওই নির্বাচনের মাত্র ৫ দিন আগে পেনসিলভানিয়ায় একবার বক্তব্য রেখেছিলেন ফার্স্ট লেডি।

[৮] ফার্স্টলেডির এধরনের অনুপস্থিতির অনেকটা পূরণের চেষ্টা করছেন ট্রাম্প কন্যা ইভানকা। মিশিগান, উইসকনসিন, নর্থক্যারোলিনা ও ফ্লোরিডায় ইভানকা ট্রাম্প নির্বাচনী প্রচারণা অংশ নেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প নিউ হ্যাম্পশায়ার ও মিশিগানে ছিলেন। এরিকের স্ত্রী লারা ট্রাম্প নেভাডা ও আরিজোনায় এবং ট্রাম্প জুনিয়র ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে যোগ দিতে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়