কায়সার হামিদ: [২] কক্সবাজারের টেকনাফ থানার উলুছামারী নয়াপাড়া এলাকা থেকে ৩টি অস্ত্র ও ৩ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র্যাব-১৫।
[৩] আটক আরমানুল ইসলাম আরমান ওরফে সোহেল (৩০) টেকনাফ থানার হ্নীলা ইউপির উলুছামারীর দিলদার আহম্মদের ছেলে।
[৪] সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ থানার উলুছামারী নয়াপাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয় বলে জানান র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন।
[৫] তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির উলুছামারী নয়াপাড়া গ্রামের সরদারের বাড়ির সামনে অভিযানে যায় র্যাবের একটি টিম। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সোহেলকে আটক করা হয়।
[৬] পরে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ১টি ২২ বোর রাইফেল, ১টি এসবিবিএল, ১টি নাইন এম এম পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, ৯ রাউন্ড বন্দুকের গুলি, ৪ রাউন্ড বন্দুকের খোসা, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
[৭] এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আটক অস্ত্র ও ইয়াবাসহ আটক সোহেলকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী