শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১

কায়সার হামিদ: [২] কক্সবাজারের টেকনাফ থানার উলুছামারী নয়াপাড়া এলাকা থেকে ৩টি অস্ত্র ও ৩ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-১৫।

[৩] আটক আরমানুল ইসলাম আরমান ওরফে সোহেল (৩০) টেকনাফ থানার হ্নীলা ইউপির উলুছামারীর দিলদার আহম্মদের ছেলে।

[৪] সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ থানার উলুছামারী নয়াপাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন।

[৫] তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির উলুছামারী নয়াপাড়া গ্রামের সরদারের বাড়ির সামনে অভিযানে যায় র‌্যাবের একটি টিম। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সোহেলকে আটক করা হয়।

[৬] পরে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ১টি ২২ বোর রাইফেল, ১টি এসবিবিএল, ১টি নাইন এম এম পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, ৯ রাউন্ড বন্দুকের গুলি, ৪ রাউন্ড বন্দুকের খোসা, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৭] এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আটক অস্ত্র ও ইয়াবাসহ আটক সোহেলকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়