শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১

কায়সার হামিদ: [২] কক্সবাজারের টেকনাফ থানার উলুছামারী নয়াপাড়া এলাকা থেকে ৩টি অস্ত্র ও ৩ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-১৫।

[৩] আটক আরমানুল ইসলাম আরমান ওরফে সোহেল (৩০) টেকনাফ থানার হ্নীলা ইউপির উলুছামারীর দিলদার আহম্মদের ছেলে।

[৪] সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ থানার উলুছামারী নয়াপাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন।

[৫] তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির উলুছামারী নয়াপাড়া গ্রামের সরদারের বাড়ির সামনে অভিযানে যায় র‌্যাবের একটি টিম। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সোহেলকে আটক করা হয়।

[৬] পরে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ১টি ২২ বোর রাইফেল, ১টি এসবিবিএল, ১টি নাইন এম এম পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, ৯ রাউন্ড বন্দুকের গুলি, ৪ রাউন্ড বন্দুকের খোসা, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৭] এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আটক অস্ত্র ও ইয়াবাসহ আটক সোহেলকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়