এইচএম দিদার: [২] বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
[৩] উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান জানান,শান্তিপূর্ণভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন উপলক্ষে এ উপজেলায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
[৪]উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার আশারাফুন নাহার বলেন, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে নারী-পুরুষ মিলে মোট ২ লাখ ৭৩ হাজার ৫০১ এক ভোট।ভোটার ১০২টি কেন্দ্রে ৬৫৮টি বুথে ভোট গ্রহণ হবে।
[৫]উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিরা হলেন মেজর(অব.) মোহাম্মদ আলী(নৌকা),সাইফুল আলম(ধানের শীষ),ভাইস-চেয়ারম্যান পদে আমানউল্লাহ এসডু(চশমা),তারিকুল ইসলাম নয়ন(তালা),বিল্লালুর রশিদ দোলন(টিয়া পাখি) ও মো.রহুল আমীন(ধানের শীষ),মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রোজিনা আক্তার(প্রজাপতি) এবং ফরিদা ইয়াসমিন ডলি(ধানের শীষ) প্রতীকে নির্বাচন করছেন। সম্পাদনা: জেরিন আহমেদ