শিরোনাম
◈ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আজ জকসু নির্বাচন ◈ খালেদা জিয়ার জীবনাবসান: তিনবারের প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের ইতি ◈ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল খালেদা জিয়ার জানাজা: সালাহউদ্দিন আহমেদ ◈ চাপ, ষড়যন্ত্র ও আন্দোলনের মধ্যেও আপসহীন খালেদা জিয়া ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ ◈ নির্বাচনী সমীকরণে সতর্ক বিএনপি, রাখছে বিকল্প প্রার্থী ◈ মাকে দেখতে রাতে এভারকেয়ারে তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম?

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলি ও আনুশকা শর্মার ছবি তুলে ভাইরাল ডি ভিলিয়ার্স

ডেস্ক রিপোর্ট : উপরের ছবিটা ভালো করে দেখুন। পড়ন্ত বিকেলে সুইমিং পুলে দাঁড়িয়ে সূর্যস্নান উপভোগ করছেন এক দম্পতি। আকাশজুড়ে রক্তিম আভা। পুলের টলটলে পানিতে সেটি ছড়িয়ে পড়েছে। ওপ্রান্তে আরবের প্রাচীণ ইমারতের সাক্ষী দেওয়াল। সবই এক ফ্রেমে বন্দী করেছেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া তারকার এমন দক্ষতায় মুগ্ধ সবাই।

ও, যে দম্পতিটাকে তিনি ফ্রেমবন্দী করেছেন তারাও জগতজোড়া বিখ্যাত। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কোহলি এবং ডি ভিলিয়ার্স দু'জনই খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। স্বাভাবিকভাবেই উঠেছেন একই হোটেলে। সবশেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জিতিয়েছেন এই দু'জন। এরপরই নিজের ফটোগ্রাফির দক্ষতা দেখিয়েছেন এবি।

ক্রিকেটবিশ্বে তিনি এমনিতেই মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি নামে পরিচিত। নিশ্চিত হারা ম্যাচকেও ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বললেও, তার ধার যে এখনো কমে যায়নি সেটি দেখাচ্ছেন এই আইপিএলে। আসরে এরইমধ্যে হাঁকিয়েছেন ৪ ফিফটি। এরমধ্যে এক ইনিংসে ৩৩ বলে ৭৩ রানের ইনিংস যেমন আছে, সবশেষ ম্যাচে ২২ বলে ৫৫ রানের ইনিংসও আছে।

ব্যাট হাতে ক্রিকেট মাঠে যেমন নজরকাড়া সব শট উপহার দেন, মাঠের বাইরে ক্যামেরা হাতেও যে দুর্দান্ত সব শট নিতে পারেন, তা কে জানতো! এবি বলেই হয়তো সবই সম্ভব!

  • সর্বশেষ
  • জনপ্রিয়