সমীরণ রায় : [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ আরও বলেন, প্রতিটা নির্বাচনে অংশ নিয়ে বিএনপির প্রার্থী পরাজিত হওয়ার পর সংবাদ সম্মেলন করে বলে নির্বাচন মানি না। নির্বাচনে অংশ নিয়েছিলাম সরকারের মুখোশ উন্মোচন করার জন্য। নওগাঁতে ৩৮ শতাংশ ভোট পড়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। বিএনপির দাবি ভোটাররা ভোট দিতে যায়নি। ভোট দিতে যায়নি বিএনপির ভোটাররা। বিএনপির নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যেই থাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও মনোনয়ন বাণিজ্য করা। নির্বাচনে বাণিজ্যে বিএনপির লক্ষ্য, জয়-পরাজয় নয়।
[৩] তিনি বলেন, বিএনপি দাবি করে ২৫ শতাংশ তাদের ভোটার আছে, তাহলে তাদের ভোটাররা কোথায়? সামনে নির্বাচনে কোনো নাটক প্রহসন না করে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে অংশ নিন।
[৪] হানিফ বলেন, মানুষ কতটা নির্লজ্জ হলে মিথ্যা কথা বলতে পারে। ২০০৭ সালে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদের নেতৃত্বে এতিমের টাকা আত্মসাৎ করার দায়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছিল। তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়ে কারাদণ্ড হয়েছে। বহুবার মিথ্যাচার করে এদেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। কিন্তু জনগণ জানে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে তা আদালতে প্রমাণিত। তাই তাকে আদালত কারাদণ্ড দিয়েছে। বিএনপির দাবি তাদের লাখ লাখ নেতাকর্মী আছে, তাহলে কেন খালেদা জিয়ার জন্য মাঠে আন্দোলন করতে পারলেন না? বহুবার আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে তারা।
[৫] তিনি আরও বলেন, যারা জঘন্য ধর্ষণের সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন ইতোমধ্যে পাশ হয়েছে। অধ্যাদেশ আকারে কার্যক্রম শুরু হয়েছে। সরকার সব অন্যায় অপরাধের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
[৬] রোববার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
[৭] কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ