শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৪:২২ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ছুঁইছুঁই, মৃত ১ লাখ ১২ ছাড়িয়েছে

রাশিদুল ইসলাম : ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে এ পর্যন্ত ৭৩ লাখ ৭০ হাজার ৪৬৮ জন আক্রান্ত হয়েছেন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ১৬১ জন। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে ওই তথ্য জানা গেছে।

সরকারি তথ্যে প্রকাশ, ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৩৭১ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৮৯৫ জন কোরানা রোগী প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত ৬৪ লাখ ৫৩ হাজার ৭৭৯ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হওয়ায় বর্তমানে ৮ লাখ ৪ হাজার ৫২৮ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

ভারতে সংক্রমণ মুক্ত বা সুস্থতার হার সামান্য বেড়ে ৮৭.৫৬ শতাংশ হয়েছে। মৃত্যু হার ১.৫২ শতাংশ। গতকাল ১৫ অক্টোবর ১০ লাখ ২৮ হাজার ৬২২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। ওইদিন পর্যন্ত ভারতে মোট ৯ কোটি ২২ লাখ ৫৪ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যটিতে এ পর্যন্ত ১৫ লাখ ৬৪ হাজার ৬১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৪১ হাজার ১৯৬ জন করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২২৬ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৩৩৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।

পশ্চিমবঙ্গে এপর্যন্ত ৩ লাখ ৯ হাজার ৪১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১ হাজার ৮৯ জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭২০ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৬২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়