কূটনৈতিক প্রতিবেদক: [২] সিডনির পশ্চিমাঞ্চলে বাসা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ওই তরুণীর লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। ২৩ বছর বয়সী সাবাহ হাফিজ একজন উঠতি মডেল ছিলেন।
[৩] অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় তার অস্ট্রেলীয় স্বামী ২৪ বছর বয়সী অ্যাডাম কিউরটনকে গ্রেপ্তার করা হয়।
[৫] পুলিশ ধারণা করছে, স্ত্রী সাবাহকে পিটিয়ে হত্যা করেছেন কিউরটন। প্রতিবেশী এক নারীর কল পেয়ে সিডনি পুলিশ ওয়েন্টওর্থভিল এলাকায় লেন স্ট্রিটে যায়। সম্পাদনা : ইসমাঈল ইমু