শিরোনাম
◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোরহানউদ্দিনে মা ইলিশ শিকারের অপরাধে ১৬ জেলের জেল -জরিমানা

মনিরুজ্জামান: [২] ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেঁতুলিয়া ও মেঘনা নদীতে ইলিশ আহরণের অপরাধে পৃথক ৩টি অভিযানে ১৬ জেলেকে আটক করা হয়েছে।

[৩] আটককৃতরা হলেন- সেলিম,লালমিয়া,রতনমাঝি,জসিম,নাসিম,রাকিব, মিরাজ, সাইফুল, সুজন, হাসনাইন, সাইফুল, মো.সোহাগ, বিপ্লব, সোহাগ, মাকসুদ ও মোজাম্মেল,। বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ, এফ, এম নাজমুস সালেহীন জানান, বৃহস্পতিবার রাত ১১ ঘটিকা থেকে শুক্রবার ভোর ৫ ঘটিকা পর্যন্ত সহকারি কমিশনার ভ’মির নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ আহরণের অপরাধে ১০ জেলেকে আটক করা হয়।

[৪] আটককৃত জেলেরা হলেন-সেলিম, লালমিয়া, রতন মাঝি, জসিম, নাসিম, রাকিব, মিরাজ, সাইফুল , সুজন, হাসনাইন। পরে সহকারি কমিশনার শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেলিম, লালমিয়া, রতন মাঝি,জসিম, নাসিম কে ১ বছর করে জেল এবং অপর ৫ জনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

[৫] অপরদিকে বৃহস্পতিবার দিনব্যাপী সহকারী কমিশনার ভূমি তেতুলিয়া নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকারী দলটি একই অভিযোগে সাইফুল মো. সোহাগ সোহাগ ও বিপ্লব নামক ৪ জেলেকে আটক করেন। এ সময় তারা ১০ কেজি মা ইলিশ ও একটি নৌকা জব্দ করেন।

[৬] রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত সাইফুল মো. সোহাগকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং বিপ্লবকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত ইলিশ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

[৭] অপরদিকে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালনা করা হয় মেঘনায়। একই অভিযোগে ওই টিমটি মাকসুদ ও মোজাম্মেল নামক ২ জেলেকে আটক করে।

[৮] পরে নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমান করেন। এ কর্মকর্তা জানান, উভয় নদীতে অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়