শিরোনাম
◈ ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে—ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি ◈ বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে আহ্বান, না মানলে কঠোর ব্যবস্থা: বিএনপি ◈ শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদনের হিড়িক ◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোরহানউদ্দিনে মা ইলিশ শিকারের অপরাধে ১৬ জেলের জেল -জরিমানা

মনিরুজ্জামান: [২] ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেঁতুলিয়া ও মেঘনা নদীতে ইলিশ আহরণের অপরাধে পৃথক ৩টি অভিযানে ১৬ জেলেকে আটক করা হয়েছে।

[৩] আটককৃতরা হলেন- সেলিম,লালমিয়া,রতনমাঝি,জসিম,নাসিম,রাকিব, মিরাজ, সাইফুল, সুজন, হাসনাইন, সাইফুল, মো.সোহাগ, বিপ্লব, সোহাগ, মাকসুদ ও মোজাম্মেল,। বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ, এফ, এম নাজমুস সালেহীন জানান, বৃহস্পতিবার রাত ১১ ঘটিকা থেকে শুক্রবার ভোর ৫ ঘটিকা পর্যন্ত সহকারি কমিশনার ভ’মির নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ আহরণের অপরাধে ১০ জেলেকে আটক করা হয়।

[৪] আটককৃত জেলেরা হলেন-সেলিম, লালমিয়া, রতন মাঝি, জসিম, নাসিম, রাকিব, মিরাজ, সাইফুল , সুজন, হাসনাইন। পরে সহকারি কমিশনার শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেলিম, লালমিয়া, রতন মাঝি,জসিম, নাসিম কে ১ বছর করে জেল এবং অপর ৫ জনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

[৫] অপরদিকে বৃহস্পতিবার দিনব্যাপী সহকারী কমিশনার ভূমি তেতুলিয়া নদীতে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকারী দলটি একই অভিযোগে সাইফুল মো. সোহাগ সোহাগ ও বিপ্লব নামক ৪ জেলেকে আটক করেন। এ সময় তারা ১০ কেজি মা ইলিশ ও একটি নৌকা জব্দ করেন।

[৬] রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত সাইফুল মো. সোহাগকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং বিপ্লবকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত ইলিশ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

[৭] অপরদিকে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালনা করা হয় মেঘনায়। একই অভিযোগে ওই টিমটি মাকসুদ ও মোজাম্মেল নামক ২ জেলেকে আটক করে।

[৮] পরে নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমান করেন। এ কর্মকর্তা জানান, উভয় নদীতে অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়