শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন সিনেমা নেই, আজ খুলছে না সব হল 

ডেস্ক রিপোর্ট: লকডাউন শিথিলের পর সবকিছু চালু হলেও বন্ধ ছিল সিনেমা হল ও মিলনায়তনগুলো। তাই কয়েক মাস ধরেই চলচ্চিত্রসংশিষ্ট ব্যক্তিরা সরকারের কাছে আবেদন করে আসছেন হল খোলার জন্য। অবশেষে প্রায় সাত মাস পর আজ খুলছে সিনেমা হল। তথ্য মন্ত্রণালয় থেকে হলগুলোতে সিনেমা প্রদর্শনীর অনুমতি মিললেও সিনেমা প্রদর্শনীর জন্য কতটা প্রস্তুত হলমালিকরা কিংবা সিনেমা মুক্তি দিতে প্রযোজকরা কতটা আগ্রহী, এ প্রশ্ন এখন চলচ্চিত্রাঙ্গনে। ২২টির বেশি মুভি সেন্সর সনদ পেলেও আজ নতুন মুভির অভাবে খুলছে না অনেক সিনেমা হল। প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘আজ মুক্তির জন্য আবেদন করা একমাত্র সিনেমা ‘সাহসী হিরো আলম’। পরের দুই সপ্তাহ ২৩ ও ৩০ অক্টোবর নতুন সিনেমা মুক্তির জন্য একটিও আবেদন পড়েনি। নতুন সিনেমা না পেলে রাজধানী ঢাকার অনেক সিনেমা হলই খুলতে নারাজ হল মালিকরা।’

মধুমতি হলের কর্ণধার ইফতেখার উদ্দিন বলেন, ‘নতুন মুভি মুক্তির কোনো খবর নেই। এ পরিস্থিতিতে প্রযোজকরা ভালো মানের নতুন মুভি মুক্তি না দিলে হল খুলতে চাচ্ছি না। কারণ এ অবস্থায় হল খুললে লোকসান আরও বেড়ে যাবে।’ রাজধানীতে শ্যামলী সিনেপ্লেক্স, বলাকাসহ বেশকিছু সিনেমা হল খুলছে না আজ। বলাকা সিনেমা হলের ব্যবস্থাপক এসএম শাহিন বলেন, ‘হল খোলার সিদ্ধান্ত হয়নি এখনো। আগে দেখব, তারপর হল খুলব। হল খুলতে এ মাস লেগে যেতে পারে।’

এদিকে সিঙ্গেল স্ক্রিনের মতো মাল্টিপ্লেক্সগুলোও দর্শক সমাগমের ব্যাপারে খুব একটা আশাবাদী নয়। যমুনা ব্লকবাস্টার সিনেমাসে সাতটি স্ক্রিনের মধ্যে একটি স্ক্রিনে আজ থেকে সিনেমা দেখানো হবে। তবে কোন সিনেমা দেখানো হবে, এখনো সিদ্ধান্ত হয়নি। আর স্টার সিনেপ্লেক্স এখনই খুলছে না। ধানম-ি, মহাখালী ও বসুন্ধরা সিটি তিনটি শাখাই খুলে দেওয়া হবে ২৩ অক্টোবর। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘হঠাৎ হল খোলার সিদ্ধান্ত এলো। আমাদের প্রায় ৩০০ কর্মচারী গ্রামে চলে গেছেন। এখন তারা ঢাকায় ফিরবেন। এরপর তাদের সবাইকে কভিড-১৯ পরীক্ষা করানো হবে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে সিনেপ্লেক্স খোলা হবে।’

এদিকে শাকিব খান ও বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। কিন্তু এখনই মুক্তি দিতে চান না প্রযোজক সেলিম খান। বরং তাদের প্রযোজিত পুরনো মুভি ‘শাহেনশাহ’ আবারও মুক্তি পাচ্ছে আজ। এ প্রযোজক বলেন, ‘নতুন মুভি বিদ্রোহী মুক্তি দেব না। আরও সময় নেব। পরিস্থিতি বুঝতে চাই। তারপর মুক্তির সিদ্ধান্ত নেব। তাছাড়া দর্শকের হলে ফেরার আগ্রহটাও একটু দেখতে চাই।’

সিনেমা হল বন্ধ হওয়ার আগেই মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল ‘বিশ্ব সুন্দরী’ সিনেমাটির। কিন্তু করোনায় আটকে যায়। হল খুললেও এখন মুভিটি শিগগির রুপালি পর্দায় আসছে না বলে জানালেন এর নায়ক সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘হল খোলার অনুমতিকে স্বাগত জানাচ্ছি। কিন্তু বিশ্ব সুন্দরী এখন মুক্তি পাবে না বলে জানিয়েছে প্রযোজক। সারা দেশে হল খোলার অবস্থা, দর্শকের অবস্থা বুঝে তারপর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে।’ জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, ‘হল খোলাটা আমাদের সিনেমার শিল্পীদের জন্য উৎসবের আনন্দের মতো। সিনেমা হল না থাকলে আমরা কই যাব? যতই ওয়েবে কাজ করি, দর্শক আমাদের তারকা বানিয়েছে বড় পর্দায় সিনেমা দেখেই। তাই নতুন সিনেমা মুক্তি পাক না পাক সিনেমা খোলার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। দর্শক সিনেমা হলে না গিয়ে থাকতে পারবে না। দর্শক এলেই নতুন সিনেমাও আসবে। এ ধারাটা অব্যাহত থাকবে।’

সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়