শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যারনের করোনা হওয়ার উছিলায় স্কুল বন্ধ করার মানেই হয় না: ডোনাল্ড ট্রাম্প

লিহান লিমা: [২] স্থানীয় সময় বুধবার রাতে নির্বাচনী র‌্যালিতে ডোনাল্ড ট্রাম্প বলেন,‘আপনারা জানেন পুত্র ব্যারন (১৪) চীনা ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। সেরেও উঠেছে। আমি ভাবতে পারি নি সে এতো তাড়াতাড়ি সেরে উঠবে। পরীক্ষায় নেগেটিভ আসার পূূর্বে যেনো মাত্র দুই সেকেন্ডের জন্য তার এই ভাইরাস ছিলো।’ ডেইলি মেইল

[৩] ট্রাম্প আরো বলেন, ‘ব্যারনের খুব স্বল্প সময়ের জন্য এটি ছিলো। আমার তো এও মনে হয় না সে জানতো যে তার করোনা হয়েছে। কারণ ব্যারনের মতো অল্পবয়সীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী, তারা করোনার সঙ্গে লড়াই করতে পারে।’

[৪] করোনার দ্বিতীয় মাত্রার সংক্রমণের কারণে ইউরোপের দেশগুলো পুনরায় কারফিউ ও লকডাউন আরোপ করছে। এই র‌্যালিতে ট্রাম্প বলেন, ‘শিশুদের পুনরায় স্কুলে ফিরতে দিন। তাদের ফিরতে দেয়া উচিত।’

[৫] ট্রাম্প এদিনও করোনার জন্য চীনকে দায়ী করে বলেন, ‘এই ভাইরাসের ২০টি ভিন্ন ভিন্ন নাম রয়েছে। কিন্তু এই ভাইরাস চীন থেকে এসেছে তাই ব্যারনের চীনা ভাইরাসই হয়েছে।’

[৬] গত সপ্তাহে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের করোনা শনাক্ত হয়। ট্রাম্প ৫দিন হাসপাতালে থেকে অ্যান্টিবডি, রেমডিসিভির ও ডেক্সামেথাসন দিয়ে চিকিৎসা নেন। আইওয়ার এই নির্বাচনী প্রচারণায় লিজেন্ডারি ড্যান গ্যাবলকে স্টেজে পাঞ্জা লড়তে আসার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘ড্যান, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং আমি তোমাকে এটি দিচ্ছি না।’

[৭] যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ‘নিজকে রোগ প্রতিরোধী ক্ষমতাশালী ঘোষণা করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, যে কোনো সময় পুন:সংক্রমণ ঘটতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়