শিরোনাম
◈ ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয় বলে জানালেন উপ-প্রেস সচিব ◈ নির্বাচন ডাকাতি আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা ◈ ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য—জাপানি বিনিয়োগ বাড়াতে আকিয়ে আবের সঙ্গে ইউনূসের বৈঠক ◈ শ্রমিকের অধিকার নিজেরা  ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না: মঈন খান ◈ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার ◈ চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ ◈ এমপি সাহেবরা সরকারি বরাদ্দের ৫০ ভাগ নিজেরা রাখে : রুমিন ফারহানা ◈ আইসিসি জানিয়েছে তিন কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে: ক্রীড়া উপদেষ্টার প্রতিক্রিয়া (ভিডিও)

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষরোপণ

মনিরুল ইসলাম: [২] স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২৬ জুলাই থেকে শুরু হওয়া ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে বুধবার বৃক্ষের চারা রোপণ করেন শরিফুর ইসলাম জিন্নাহ, এমপি এবং মোছাঃ শামীমা আক্তার খানম, এমপি।

[৩] বৃক্ষরোপন শেষে শরিফুর ইসলাম জিন্নাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর জন্মশতবার্ষিকীতে সারা দেশে বৃক্ষরোপণের কর্মসূচিকে স্বাগত জানান। বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি প্রভাব পড়েছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ গঠন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহায়ক বলে তিনি মত প্রকাশ করেন। এছাড়াও তিনি দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর প্রসংশা করেন।

[৪] শামিমা আক্তার খানম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীতে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন রাস্তায় গাছ লাগিছেন এবং নিয়মিত পরিচর্যা করার প্রক্রিয়া অব্যাহত আছে। দেশের প্রতিটি অঞ্চলে গাছ লাগানোর কার্যক্রম সম্প্রসারণ করে দুই থেকে আড়াই কোটি গাছ লাগানোর প্রয়োজন বলে তিনি মনে করেন।

[৫] উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়