শরীফ শাওন: [২] প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংগীত ও শারীরিক শিক্ষায় শিক্ষক নিয়োগে পদ সৃষ্টি ছাড়াও সাধারণ শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পদ সৃষ্টিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়া হয়েছে। প্রাথমিকে প্রশাসনিক সংস্কার উদ্যোগের অংশ হিসেবে এ প্রস্তাব করা হয়।
[৩] সংগীত ও শারীরিক শিক্ষায় ২ হাজার ৫৮৩ জন করে শিক্ষক, ৯৮ হজার ৩৩৮ জন সাধারণ শিক্ষক ও ৬৫ হাজার ৬২০ জন সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারের ১ হাজার ৬৮০টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব করা হয়।
[৪] প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পদ সৃষ্টি হলে আগামী বছরের শুরুতে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হবে। পদক্ষেপটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশীয় সংস্কৃতি শিক্ষা দিতে সহায়তা করবেক এবং মানসম্মত জীবনযাপনের উপযোগী করে তুলবে।