রাশিদুল ইসলাম : [২] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ফের ইরানে আটক ও সাজাপ্রাপ্ত মার্কিন গুপ্তচরদের সমর্থনে বক্তব্য রাখার পাশাপাশি তাদেরকে মুক্তির দাবি জানিয়েছেন। তবে ইরান বলছে নির্দিষ্ট মেয়াদের সাজা ভোগ করার পরই তাদের মুক্তি দেয়া হবে। ফারস নিউজ
[৩] মঙ্গলবার টুইটারে পম্পেও দাবি করেন, ইরান থেকে তার দেশের গুপ্তচরদের যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়ার জন্য তার মন্ত্রণালয়ে চেষ্টা চালিয়ে যাবে। ইরানের কারাগারে বেশ কয়েকজন মার্কিন নাগরিক গুপ্তচরবৃত্তির অভিযোগে বন্দি রয়েছেন। তবে তাদের প্রকৃত সংখ্যা কোনো পক্ষই জানায়নি।
[৪] পম্পেওসহ আরো অনেক শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা বহুবার ইরানে আটক মার্কিন গুপ্তচরদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্যের জবাবে ইরানের বিচার বিভাগ সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, মার্কিন রাজনীতিবিদরা দাম্ভিকতা দেখিয়ে ইরানসহ বিশ্বের অন্য অনেক দেশের সঙ্গে অন্যায় আচরণ করছেন। ইরানের বিচার বিভাগ মার্কিন গুপ্তচরদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।