শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় শেকৃবি ছাত্রলীগের আনন্দ র‌্যালী

ফরহাদ ‌‌আলম: [২] ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে মন্ত্রীসভায় সংশোধন ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০'‌‌‌‌‌ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী করেছে বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা।

[৩] মঙ্গলবার (১৩ অক্টোবর) শেকৃবি শাখা ছাত্রলীগের কার্যালয় থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় শেকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি এসএম মাসুদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ-ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

[৪] শেকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‌‌‌‌‌‌‌নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এম সি কলেজসহ দেশের বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সারাদেশের ছাত্রলীগ, ছাত্রসমাজ সোচ্চার হয়েছে যেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন করা হয়। এরই ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন যেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। তার ফলে মন্ত্রীসভা সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর চূড়ান্ত অনুমোদন দেয়। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দেশ যখনই কোনো সমস্যার সম্মুখিন হয় তখনই তিনি একটি সুন্দর সমাধান দিয়ে থাকেন। এদেশের সকল গণতান্তিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়