[১] ফরিদপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের সালথায় বজ্রপাতে সুজন শেখ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের দক্ষিণ পাড়ার কুদ্দুস শেখের ছেলে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়।
[৩] স্থানীয়রা জানায়, দুপুরে সুজন শেখসহ তিন জন মিলে বাড়ির পাঁশে গরুর জন্য ঘাস কাটতে পার্শবর্তী মাঠে যায়, দুজন ঘাস নিয়ে বাড়িতে ফিরলেও সুজন বাড়িতে না ফেরাতে একটু পরেই হালকা বৃষ্টির সাথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
[৪] এলাকাবাসী জানায়, সুজনের কোন খোঁজ না পেয়ে বিকাল পাঁচটার দিকে সুজনের মা মাঠের মধ্যে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে। তারপর নিহত সুজনের লাশ বাড়িতে নিয়ে আসে। সুজনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: সাদেক আলী