সমীরণ রায় : [২] আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি।
[৩] সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, দেশ স্বাধীনতার পর ইসলামের কল্যাণে সবচেয়ে বেশি কাজ করেছে আওয়ামী লীগ। দলটি ইসলাম বিদ্বেষী রাজনৈতিক দল নয়। এই দলটি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী। বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা ইসলামের কল্যাণে সবচেয়ে বেশি কাজ করেছেন। প্রধানমন্ত্রী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম চালু করেছেন। দেশের ৬৪ জেলায় ৫৫৬টি মডেল মসজিদ নির্মাণ করছে। একই সঙ্গে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জাতীয়করণ তার হাত ধরেই হবে বলে বিশ্বাস করি।
[৪] সংগঠনের মহাসচিব মোখলেসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে আস্থা ও বিশ্বাস রয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের জাতীয়করণের দাবি তিনি আমলে নেবেন বলেও বিশ্বাস করি। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
[৫] সোমবার রাজধানীর সেগুনবাগিচাস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাজাহান।
[৬] এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, এবিএম আব্দুল কুদ্দুস, যুগ্ম-মহাসচিব আবু মুসা ভূঁইয়া, বশির উল্লাহ আতাহারী, হাফেজ মাহমুদ, সাংগঠনিক সামছুল আলম, দপ্তর সম্পাদক ইমতাজ বিন হাকিম প্রমুখ।