মহসীন কবির : [২] সোমাবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ডিবিসি টিভি ও কালেরকন্ঠ
[২] তিনি বলেন, এ আইনে ১৮০ দিনের মধ্যে ধর্ষণের মামলা শেষ করতে হবে। আমরা নিশ্চয় বিশ্বাস করি যে, ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করায় এই অপরাধটি কমে আসবে। না হলে (সাজা) বাড়ানোর প্রশ্নটায় আসতাম না।
[৩] আইনমন্ত্রী বলেন. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে থাকা ধর্ষনের পুরোনো বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তিতে দ্রুত বিশেষ উদ্যোগ নেয়া হবে এছাড়াও সাক্ষী আনার ক্ষেত্রে সমস্যার সমাধানে ডিজিটাল ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।
[৪] এর আগে সকালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।