শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৪:৩৩ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোল্যান্ডে হোঁচট খেলো ইতালি

স্পোর্টস ডেস্ক : [২] নব্বই মিনিটের খেলার বেশিরভাগ সময় রক্ষণভাগে ব্যস্ত থাকা পোল্যান্ডকে টলাতে পারলো না ইতালি। শত চেষ্টা করেও খালি হাতে মাঠ ছাড়তে হলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

[৩] পোল্যান্ডে রোববার ‘এ’ লিগের এক নম্বর গ্রুপে ইতিালি ও পোল্যান্ডের মধ্যকার ম্যাচে কোনো গোল হয়নি। এই গ্রুপে গোল যেন সোনার হরিণ। ছয় ম্যাচ মিলিয়ে হয়েছে কেবল সাত গোল। ক্লাবে দারুণ ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি ছিলেন নিজের ছায়া হয়ে। গুরুত্বপূর্ণ সময়ে ডি-বক্সে পাওয়া যায়নি ইতালিয়ান ফরোয়ার্ডদের। কয়েকটি ক্রসের সময় গোলক্ষকের সামনে ছিলেন ডিফেন্ডার এমেরসন পালমিয়েরি। তার জায়গায় কোনো ফরোয়ার্ড উপস্থিত থাকলে খেলার চিত্রটা ভিন্ন হতে পারতো।

[৪] প্রীতি ম্যাচে মলডোভাকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ইতালি শুরু থেকে চেপে ধরে পোল্যান্ডকে। সুযোগও এসে যায় দ্রুত। দশম মিনিটে আন্দ্রেয়া বেলোত্তির দুর্দান্ত ক্রসে খুব কাছে থেকেও জালে বল পাঠাতে পারেননি ফেদেরিকো চিয়েসা।

[৫] নিজেদের রক্ষণে একরকম গুটিয়ে থাকা পোল্যান্ড প্রতি-আক্রমণে সেভাবে সুবিধা করতে পারছিল না। এর মাঝেও সপ্তদশ মিনিটে ভালো একটি সুযোগ পেয়ে যান লেভানদোভস্কি। বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের একটু দ্বিধার সুযোগ নিয়ে দারুণ স্লাইডে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন এমেরসন।

[৬] ২৯তম মিনিটে পোল্যান্ডকে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন কামিল ইয়োজভিয়াকের। কর্নার থেকে লিওনার্দো বোনুচ্চিকে এড়িয়ে হেড নিয়েছিলেন তিনি, কিন্তু তাতে খুব একটা জোর ছিল না। দ্বিতীয়ার্ধেও গোলের কোনো সুযোগ পায়নি ইতালি। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ইতালি। পোল্যান্ডের পয়েন্ট ৩। - গোল ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়