শিরোনাম
◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিএনপি জনগণের দল, দয়া করে পানি ঘোলা করবেন না: মির্জা ফখরুলের হুঁশিয়ারি ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড়

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যৌতুকের জন্য প্রাণ দিলো নববধূর, স্বামী ও শাশুড়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: [২] জেলার নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামে যৌতুকের দাবীতে স্বর্না খাতুন (১৮) নামে এক নববধূকে পিটিয়ে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় পুলিশ নিহত নববধূর স্বামী ও শ্বাশুড়িকে গ্রেফতার করেছে। রোববার বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে উক্ত ঘটনা ঘটে।

[৩] জানা যায়, নন্দীগ্রাম উপজেলার কালিশ গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে স্বর্না খাতুন পাশের কালিশ গ্রামের আব্দুল খালেকের ছেলে খায়রুলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে ৯ মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কিছুদিন পর নববধূ স্বর্না খাতুন তার স্বামীর বাড়িতে ঘর সংসার শুরু করে। গত কয়েকদিন হলে শশুড় বাড়ির লোকজন চার লাখ টাকা যৌতুক দাবি করে। রবিবার সকালে স্বর্নার পিতা আনোয়ার হোসেন মেয়ের বাড়িতে গিয়ে যৌতুকের বিষয়ে উভয় পক্ষের আলোচনার জন্য আগামী বুধবার দিন ধার্য্য করে বাড়ি ফিরে যায়।

[৪] বাড়ি ফিরে যাওয়ার পর বেলা ১১টায় আনোয়ার হোসেন কে ফোন করে বলা হয়, স্বর্না খাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আনোয়ার হোসেন মেয়ের বাড়ি গিয়ে তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে খবর দেয়। নববধূর পিতা আনোয়ার হোসেন এ প্রতিবেদক-কে বলেন, ৪ লাখ টাকা যৌতুকের দাবিতে তার মেয়েকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার চালানো হয়েছে।

[৫] নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবীর এ প্রতিবেদক-কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,স্বর্নাকে হত্যা করা হয়েছে। নিহত নববধূর লাশ উদ্ধা করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী খায়রুল ইসলাম ও শ্বাশুড়ি নাদিরা বেগমকে গ্রেফতার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়