শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের জাহানারা ও সালমা ভারতের ভেলোসিটি-ট্রেইলব্লেজারে খেলবেন

স্পোর্টস ডেস্ক : [২] মরুর দেশে চলছে জমজমাট আইপিএল। এবার মেয়েদের আইপিএলও গড়াচ্ছে মাঠে। ভারতীয় ক্রিকেট বোর্ড মেয়েদের আইপিএল আয়োজন করে ‘ওমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে। আইপিএলের মতো এ টুর্নামেন্টটিও এবার হবে আরব আমিরাতে।

[৩] ছেলেদের আইপিএলে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে না দেখা গেলেও এ বছর মেয়েদের আইপিএলে সুযোগ বাংলাদেশের দুই অভিজ্ঞ নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। এর আগে জাহানারা আইপিএল মাতালেও প্রথমবার সুযোগ পেয়েছেন সালমা।

[৪] গত বছরের মতো এবারও ভেলোসিটির হয়ে খেলবেন জাহানারা। ঐ আসরে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ২৭ বছর বয়সী পেসার। প্রথমটিতে ৩৪ রানে উইকেটশূন্য থাকলেও পরে ফাইনালে ২১ রানে নেন ২ উইকেট। এছাড়া ট্রেইলব্লেজার হয়ে খেলবেন সালমা খাতুন।

[৫] প্রসঙ্গত যে, আগামী ৪ নভেম্বর শুরু হবে নারীদের এই আইপিএল। ৯ নভেম্বর গড়াবে ফাইনাল। মোট ম্যাচ হবে চারটি। যেখানে সবগুলো ম্যাচ হবে আরব আমিরাতে।

[৬] তিন দলের চূড়ান্ত স্কোয়াড
সুপারনোভাস : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আতাপাত্তু, প্রিয়া পুনিয়া, অনুজা পাতিল, রাঁধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শশিকলা সিরিবর্ধনে, পুনম যাদব, শাকেরা সেলমান, অরুন্ধতি রেড্ডি, পূজা ভাস্ত্রকার, আয়ুশ সোনি, আয়াবঙ্গা খাকা, মুসকান মালিক।

ট্রেইলব্ল্যাজার্স : স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমালতা, নুজহাত পারভিন (উইকেটরক্ষক), রাজ্যেশ্বরী গায়কোয়াদ, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সুমরন ডিল বাহাদুর, সালমা খাতুন, সফী একলেস্টোন, নাথাকান চান্থাম, দিনদ্র দটিন, কাসভি গৌতম।

ভেলোসিটি : মিতালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণমূর্তি (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, সুষমা ভার্মা (উইকেটরক্ষক), একতা বিষ্টি, মানসি যোশি, শিখা পাণ্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যদর্শীনী, মানালি দক্ষিণি, লেইঘ কাসপেরেক, ডানিয়েলে ওয়াট, সুন লাস, জাহানারা আলম, এম আনাঘা।- দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়