শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৫:১৩ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ থেকে শুরু হচ্ছে অ্যান্টিজেন টেস্ট: স্বাস্থ্য ডিজি

লাইজুল ইসলাম: [২]আসন্ন শীতে শ্বাসকষ্টের রোগিদের বিশেষ সতর্ক থাকতে পরামর্শ।

[৩] অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে দুটি প্রতিষ্ঠানের অ্যান্টিজেন টেস্টের ডিভাইস ও কীটকে অনুমোদন দিয়েছে আমরা সেগুলো ব্যবহার করবো। আরও একটি প্রতিষ্ঠান আছে তবে এটিকে রিকোমান্ড করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই ডিভাইস ও কীট এনে আমরা ইতোমধ্যে ট্রায়াল করেছি। আমরা এতে ভালো ফল পেয়েছি। এই পদ্ধতিতে কোভিড টেস্ট করলে দ্রুত ফল পাওয়া যাবে।

[৫] ডা. বাশার বলেন, শীতের আগে শুরু করতে যাচ্ছি অ্যান্টিজেন টেস্ট। এতে করে শীতে আমাদের দেশের করোনাভাইরাস ছড়িয়ে পরার হার দ্রুত ধরতে পারবো।

[৬] অধ্যাপক ডা. আবুল বাশার বলেন, দেশের ৩৬টি জেলায় আমরা অ্যান্টিজেন টেস্ট শুরু করবো। যেসব জেলায় আরটিপিসিআর মেশিন নেই সেই সব এলাকায় প্রথম ধাপে শুরু হবে। এগুলো সবই হবে দেশের সরকারি হাসপাতালগুলোতে। দুর্গম এলাকার পর দেশের সব হাসপাতালে এই পদ্ধতি চালু করা হবে।

[৭] ডা. আবুল বাশার বলেন, এই শীতের সময় আমাদের সবারই সতর্ক হতে হবে। শীতে যাতে করোনাভাইরাস ছড়াতে না পারে সেজন্য সচেতনতা বৃদ্ধিতে আমরা বেশি কিছু পদক্ষেপ নিয়েছি। তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এগুলো করা হবে বলে জানান স্বাস্থ্য ডিজি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়