নিজস্ব প্রতিবেদক : [২] দীর্ঘ দিন পর প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। আজ দুপুর ১-৩০ মিনিটে মাহমুদউল্লাহ একাদশ এবং শান্ত একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি।
[৩] আর এই ম্যাচের আগে গত কয়েক মাসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মানুষের সম্মানার্থে অভিনব এক উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
[৪] ম্যাচ শুরুর আগে কভিড ১৯ এ মৃত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করবেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টুর্নামেন্ট শুরুর ঘোষণা দেয়ার পর পরই এক মিনিট স্তব্ধ থাকবে গোটা স্টেডিয়াম।
[৫] অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন হাজার হাজার মানুষ। এই তালিকায় আছেন দেশের অনেক বরেণ্য ব্যক্তিরাও। মূলত তাদের প্রতি সম্মান জানাতেই বিসিবির এই উদ্যোগ।
[৬] প্রেসিডেন্টস কাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে বিসিবির ফেইসবুক পেইজে। একই সঙ্গে ইউটিউবে খেলা দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
মাহমুদউল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মোমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।
স্ট্যান্ডবাই : সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
নাজমুল একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। স্ট্যান্ডবাই : সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।