শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট, আটক ১

সুজন কৈরী : চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার (১৯) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

শনিবার রাজধানীর খিলক্ষেতের বোনসাই বাংলা খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতের কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট ও ধর্ষণের প্রতিবাদ বিরোধী পোস্টের ২ কপি স্ক্রীনশট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার এএসপি মুশফিকুর রহমান তুষার জানান, সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে সচেতন নাগরিকসহ যুবসমাজ প্রতিবাদ করে যাচ্ছেন। চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১ এর সাইবার মনিটরিং টিম ফেসবুকে ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ পোস্ট দেয়া কয়েকটি আইডি শনাক্ত করতে সক্ষম হয়।

নজরদারীকালে দেখা যায়, চলমান গণঅসন্তোষকে উস্কে দিতে জনৈক শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার নামক একটি ফেসবুক আইডি থেকে ধর্ষণে উদ্বুদ্ধ করণে উস্কানিমূলক পোস্ট দিয়ে বিকৃত মানসিকতা প্রকাশ করে। যা খুব দ্রুত সময়ে ভাইরাল হয়ে যায়। র‌্যাব-১ পোস্টদাতার বিরুদ্ধে ফেসবুক ব্যবহারকারী সচেতন নাগরিক, বিশেষত যুবসমাজ অনলাইনে প্রতিবাদ করে। চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের সময় এই ধরনের উসকানিমূলক প্রচারণার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে ওই পোস্টদাতাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ দ্রুত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় খলক্ষেতের বোনসাই বাংলা খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে পোস্টদাতা শেখ মোহাম্মদ সারাফ নাওয়ারকে আটক করা হয়।

আটককৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চলতি বছর পটুয়াখালীর একটি স্কুল থেকে এসএসসি পাশ করেছেন। দ্রুত সময়ে ফেসবুক সেলিব্রেটি হওয়ার আশায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ধর্ষণকারীদের উস্কে দিতে বিভিন্ন পোস্ট দিয়েছেন বলে জানিয়েছেন। পোস্ট দিতে সারাফ নাওয়ার তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করেছেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটক সারাফ নাওয়ার মোহাম্মদপুর এলাকার স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যভস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়