সাতক্ষীরা প্রতিনিধি : [২] শুক্রবার দুপুরে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গণে উক্ত অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
[৩] বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু’র সভাপতিত্বে অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা (১) তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
[৪] বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা বাংলাদেশের চিরন্তন ঐতিহ্য। যা বিশে^র বুকে বাংলাদেশকে মর্যাদার স্থানে অধিষ্ঠিত করেছে। সম্পাদনা: জেরিন আহমেদ