শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপাঠীর প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক: দুরন্ত ক্যাচ ধরেছেন। চার নম্বরে ব্যাট করতে এসেছিলেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। কলকাতার বিরুদ্ধে ম্যাচ শেষে চূড়ান্ত হতাশ ধোনি বলেন, মাঝে ওরা দু’তিন ওভার খুব ভাল বোলিং করেছে। ওইসময় যদি আমরা একটু ভাল ব্যাট করতে পারতাম, পরপর উইকেট না হারাতাম, তাহলে হয়তো জিততে পারতাম।

দিল্লির কাছে হারের পর জয়ে ফিরতে পেরে বেশ খুশি নাইট শিবির। শাহরুখ খান এসেছিলেন ম্যাচ দেখতে। টিমের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট দেখাল বাদশাকে। ম্যাচ শেষে টুইট করে একই সঙ্গে রাহুল ত্রিপাঠি এবং বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হলেন নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার।

তিনি বলেন, আমাদের হাতে কয়েকটা রান কম ছিল। কিন্তু বোলাররা সেটা বুঝতে দেননি।’ আর রাহুল ত্রিপাঠির প্রশংসা করতে গিয়ে নিজেরই এক বিখ্যাত সংলাপ ব্যবহার করলেন কিং খান। বললেন, রাহুলের নামটা শুনেছিলাম। কিন্তু ওর কাজটা নামের থেকেও বড়।‌ কিং খানের টুইটের পাল্টা তাকে ধন্যবাদ দিয়েছেন রাহুল ত্রিপাঠিও। টুইটে তিনিও বলেছেন, আপনাকে ধন্যবাদ। আপনার সামনে এত ভাল খেলতে পেরে আমার স্বপ্নপূরণ হল।

আর কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক বলেন, ‌প্রত্যেকটা টিমের ক্ষেত্রেই কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার থাকে। আমাদের দলে তেমন নারিন। দুই-তিনটা খারাপ ম্যাচ গিয়েছিল ওর। তাতে কিছু যায় আসে না। ও ম্যাচ উইনার। আমরা ওর উপর থেকে কখনই আস্থা হারাইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়