শিরোনাম
◈ নির্বাচন সফল না হলে দেশ গণতন্ত্রে ফিরতে পারবে না: আলী রীয়াজ ◈ ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি, রাজধানীর প্রবেশপথে বসবে চেকপোস্ট ◈ নির্বাচন পর্যবেক্ষণ না পাঠালেও পরিস্থিতি জানতে ইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক ◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ২টি ব্লক ঘেরাও করে অভিযান শুরু করেছে যৌথবাহিনী।

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরের কমিউনিটি চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সেনাবাহিনী, র্যাব, জেলা পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করে বিকাল ৫টায় শেষ করেন৷ পরবর্তীতে পুনরায় রাতের দিকে অভিযান চালানোর প্রস্তুতি আছে বলে তিনি জানান।

নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা নেতা বলেন, সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান শুরু করেছে। শুনেছি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই এবং সি ব্লক ঘেরাও করে রেখেছে যৌথবাহিনী।

কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও অভিযান শুরু করেনি। তিনি বলেন, ওই দুই ব্লকে রোহিঙ্গা সন্ত্রাসীরা থাকতে পারে বলে তার ধারণা।

ক্যাম্প ইনচার্জ কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমানের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বৈঠক করেন। ওই বৈঠকেই রোহিঙ্গা শিবিরটির কয়েকটি ব্লকে যৌথবাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে বিকেল চারটায় অভিযান শুরু হয়।

উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, গত কয়দিনের ঘটনার পর থেকে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে, এটিও তার অংশ৷ তবে এখনও নতুন করে কাউকে আটক করা হয়নি। তিনি অভিযানে থাকায় আর বেশি কিছু বলতে পারেনি।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদদৌজা অভিযানের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এটি নিয়মিত অভিযানেরই অংশ। রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো রকম অবনতি না ঘটে তার জন্য এমন অভিযান অব্যাহত থাকবে।যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়