শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোহাম্মদপুরে যুবককে গলা কেটে হত্যা: গ্রেপ্তার ২

সুজন কৈরী : [২] রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের একতা হাউজিংয়ে সিরাজুল ইসলাম সিরু মিয়া (৪৫) হত্যাকান্ডের প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তার দুজন হলেন- সুজন মিয়া (৩২) ও মো. সজীব হোসেন রুবেল (২১)।

[৩] বুধবার রাতে মোহাম্মদপুরের বসিলা ৩ নম্বর রাস্তার মোড় সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] বৃহস্পতিবার র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গত ৩ অক্টোবর রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একতা হাউজিং এলাকায় সিরাজুল ইসলাম সিরু মিয়াকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে বুধবার রাতে অভিযান চালিয়ে এ হত্যাকান্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান দুই আসামি সুজন ও সজীবকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সুজন ও সজীব তাদের সহযোগীসহ সিরাজুল ইসলাম সিরুকে কুপিয়ে হত্যা করার কথা জানিয়েছেন।

[৫] র‌্যাব কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এ হত্যাকাÐের সঙ্গে জড়িত অন্য আসামিদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে তাদের আইনের আওতায় আনতে র‍্যাব-২ এর অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়