লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ায় দেশটির প্রেসিডেন্ট বিতর্কের আয়োজক কমিটি ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সঙ্গে তার দ্বিতীয় বিতর্কটি ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেয়। এই খবরে ক্ষুদ্ধ ট্রাম্প ফক্স বিজনেসকে টেলিফোনে বলেছেন, ‘আমি ভার্চুয়াল বিতর্কে অংশ নিয়ে কোনোভাবেই আমার সময় নষ্ট করছি না।’ এপি/সিএনএন/বিবিসি
[৩] এর আগে বিতর্ক কমিটি জানায়, আগামী ১৫ অক্টোবরের দ্বিতীয় প্রেসিডেন্ট বিতর্ক ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। দুই প্রার্থী দুই ভিন্ন স্থানে থেকে বিতর্ক করবেন। বিতর্কের মডারেটর থাকবেন সি-স্প্যানের রাজনৈতিক সম্পাদক স্টিভ স্কুলি। মিয়ামি থেকে তিনি ট্রাম্প ও বাইডেনকে বিতর্কের প্রশ্নগুলো করবেন।
[৪] ট্রাম্প বলছেন, ‘ভার্চুয়াল বিতর্ক বাইডেনকে সুবিধা দেবে। কম্পিউটারের পেছনে বসে বিতর্ক করাটি জঘন্য বিষয়। তারা যে কোনো সময় লাইন বন্ধ করে দেবে। আমি কোনোভাবেই ভার্চুয়াল বিতর্ক করছি না।’ জো বাইডেনের প্রচারণা শিবির জানিয়েছে, ‘বাইডেন আমেরিকান জনগণের সঙ্গে সরাসরি কথা বলতে প্রস্তুত। তিনি দ্বিতীয় বিতর্কে অংশ নিতে যাচ্ছেন।’
[৫] এদিকে ট্রাম্পের বিতর্ক প্রত্যাখ্যান করা নিয়ে বিতর্ক কমিটির চেয়ারম্যান ফ্রাঙ্ক ফারেনকোপ বলেছেন, ‘কোনো প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্কে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। এর আগে ১৯৮০ সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার প্রথম বিতর্কে অংশ নিতে প্রত্যাখ্যান করেন। এটি ব্যক্তির ওপর নির্ভর করে।’
[৬] গত ২৯ অক্টোবরের প্রথম প্রেসিডেন্ট বিতর্ককে ‘বিশৃঙ্খল’ ও ‘তীব্র কটুক্তিপূর্ণ’ বলে মন্তব্য করেছে মার্কিন গণমাধ্যমগুলো। তবে স্থানীয় সময় ৭ অক্টোবর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যকার বিতর্ক সে তুলনায় অনেক স্থির ও সুশীল ছিলো।