সুজন কৈরী: রাজধানীর ইস্কাটন গার্ডেনের হলি ফ্যামিলি হাসপালের সামনে একটি পিক আপ ভ্যান থেকে ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
বৃহস্পতিবার বিকেলে ইস্কাটন গার্ডেন রোডে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়। ফেন্সিডিলগুলো পিকআপের গোপন চেম্বারে বিশেষ কায়দায় লুকানো ছিল। অভিযানকালে আটক করা হয়েছে মনিরুজ্জামান ও মো. আলী নামের দুজনকে।
অভিযান শেষে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের গুলশান জোনের ডিসি মশিউর রহমান সাংবাদিকদের বলেন, খালি একটি পিকআপ ভ্যানে ছিলো। কিন্তু তাতে তন্ন তন্ন করে কোথাও কিছুই পাইনি। পরে গাড়ির চালক ও লাইন ম্যানকে জিজ্ঞাসাবাদ করলে তারা গোপন চেম্বারের কথা জানায়। তারা বিশেষ কৌশলে ফেন্সিডিলগুলো গাড়িরর বিশেষ চেম্বারে করে ঢাকায় নিয়ে এসেছে। তারা বেনাপোল সীমান্ত থেকে ফেন্সিডিলগুলো সংগ্রহ করে। এরপর সেগুলো ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়ার কথা ছিল। প্রতি চালান পৌঁছে দিলে এরা ৭ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে। এই বাড়তি আয়ের লোভে তারা মাদক বহনের কাজটি করে থাকে।
এশিউর রহমান বলেন, গত সপ্তাহে লাশ বাহি ফ্রিজিং ভ্যান, ভ্যান এবং মোটর সাইকেলের ফুয়েল ট্যাংকিতে করে বহন কার মাদকের চালান আটক করা হয়েছে। দেখা গেছে, মাদক ব্যবসায়ীরা অবৈধভাবে লাভবান হওয়ার জন্য এই কাজগুলো করছে। তারা নানা কৌশলে এই কাজগুলো করছে। এমন কি মানুষের পেটে করে বিপদজনকভাবে মাদকগুলো পরিবহনের কাজগুলো করছে।
ডিবির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহবুবুল আলম বলেন, আটকদের বাড়ি যশোরের বেনাপোলে। সেখান সীমান্ত এলাকা দিয়ে পিকআপে লুকিয়ে ঢাকায় আনেন। গোপেন তথ্যে অভিযান চালিয়ে পিকআপটি থামিয়ে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় দুজনকে।