শিরোনাম
◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ ◈ ফিফা আরব কাপ, স্বাগ‌তিক কাতারকে একমাত্র গোলে হারালো ফিলিস্তিন ◈ দেশে ফিরলে তারেক রহমানও কী এসএসএফ নিরাপত্তা পাবেন? ◈ সাকিব ও মোস্তাফিজ আইপিএলের নিলামের তালিকায় ◈ বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ গুমের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারি ◈ নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চালু: গ্রাহকদের টাকা উত্তোলনের বিষয়ে যা জানা গেল ◈ জানা গেল জাতীয় নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ, চূড়ান্ত হবে রোববার ◈ বাড়ল এলপি গ্যাসের দাম

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-২, ইজিবাইক জব্দ

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব ১৫। বুধবার দুপুরে সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া ও গোদারবিল কচুবনিয়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৩] আটকরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার হাফেজ উল্লাহ ছেলে সৈয়দ উল্লাহ(২০) ও একই ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মৃত হাফেজ আহাম্মদের ছেলে দিদার মিয়া (২৭)।

[৪] বৃহস্পতিবার এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি বলেন,সদর ইউনিয়নের গোদারবিল কচুবনিয়া সড়কে ইসহাক আহাম্মদের বাড়ির সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়।পরে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৫হাজার৬৮০পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবার আনুমানিক মূল্য প্রায়২৮লাখ৪০হাজার টাকা।

[৫] তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে যে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

[৬] অপরদিকে একইদিন বুধবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের উত্তর মিঠাপানিরছড়া হাসান ফার্মেসী সংলগ্ন ব্রীজের দক্ষিণ পাশে সড়কে মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আচরণ সন্দেহ হওয়ায় দিদার নামে এক যুবককে আটক করা হয়।

[৭] পরে ধৃতকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার ব্যবহৃত ব্যাটারী চালিত ইজিবাইকে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ইয়াবা রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে স্বাক্ষীদের উপস্থিতিতে ইজিবাইক তল্লাশী করে ৬হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ওই সময় মাদক পাচারে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ৩০লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও ইজিবাইকসহ ধৃতদেরকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়