রাশিদুল ইসলাম : [২] বিতর্কের শুরুতেই কোভিডে মার্কিনীদের মৃত্যু ও ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা নিয়ে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাকে ভাইরাস নিয়ে রাজনীতি করতে নিষেধ করেন। অনেকটা আত্মপক্ষ সমর্থন করে বলেন, ট্রাম্প শুরুতেই পদক্ষেপ নিয়েছেন। কিন্তু কমলা একাধিক তথ্যসূচক ব্যবহার করে সাঁড়াশী আক্রমণ করেন। সিএনএন
[৩] মাইক পেন্স ২০০৮ সালে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ইনফ্লুয়েঞ্জায় হাজার হাজার মার্কিনী মারা যাওয়ার ঘটনা থেকে এবার ট্রাম্প প্রশাসন শিক্ষা নিয়ে কোভিড মোকাবেলায় কাজ করেছে বললেও কমলার বাক্যবাণে টেকা যায়নি।
[৪] বিতর্কের শুরুতে সঞ্চালক ইউএস টুডের সাংবাদিক সুজান পেজ কোভিডে সংক্রমিত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সুস্বাস্থ্য কামনা করেন। পেন্স ও কমলার প্রথম সরাসরি এই বিতর্ক নিয়ে মার্কিন মুল্লুক ছাড়াও সারাবিশ্বে ছিল প্রবল আগ্রহ।
[৫] ডেমোক্রেটরা নির্বাচনে জয় পেলে মার্কিনীদের কর বৃদ্ধি করবেন বলে মাইক পেন্স বললে এর জবাবে কমলা বলেন, জো পরিষ্কার করে বলেছেন, বছরে চার লাখ ডলারের কম আয়ের লোকজনের কোনো কর বাড়ানো হবে না।
[৬] ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর বক্তৃতা দিয়েছেন, প্রয়াত সিনেটর জন ম্যাককেইন সম্পর্কে বিরূপ কথা বলেছেন কমলার এমন বক্তব্যের জবাবে পেন্স বলেন, যুক্তরাষ্ট্রের জনগণকে তিনি আশ্বস্ত করতে চান, ট্রাম্প সেনাবাহিনীকে ভালোবাসেন।
[৭] বিতর্কের মাঝে একটি মাছির উড়ে এসে পেন্সের মাথায় বসে এবং দুই মিনিট অবস্থান করার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
[৮] তবে বর্ণবাদ নিয়ে আলোচনায় পেন্স সাহসের সঙ্গে জানান মিনেসোটায় জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড তাকে মর্মাহত করেছে। এরপরও দাঙ্গা ও লুটপাটের কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না।
[৯] বিতর্কে কমলা চীনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ‘শুল্ক যুদ্ধেরও’ বিরোধিতা করে বলেন এর ফলে উৎপাদন খাতে মন্দা দেখা দিয়েছে। অথচ শুল্ক যুদ্ধে আপনারা হেরে গেছেন। আপনারা হেরেছেন, বলেন কমলা হ্যারিস। পাল্টা জবাবে পেন্স বলেন, চীনের সঙ্গে জো বাইডেন কখনো এই যুদ্ধ করেননি। বাইডেন গত কয়েক দশক ধরেই কমিউনিস্ট চীনের চিয়ারলিডারের ভূমিকায় আছেন।