শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওভাল অফিসে ফিরলেন ট্রাম্প

সালেহ্ বিপ্লব: অফিসে আলোচনা ছিলো কোভিড উত্তরণের বিষয়ে। এরপর ঘুর্ণিঝড় ডেল্টায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে কথা হয়েছে। ট্রাম্প শুনেছেন, বলেছেন, কাজের কথা হয়েছে ডেল্টার সর্বশেষ অবস্থান নিয়েও। হ্যারিকেনটি আগামী কয়েকদিনে আমেরিকার গালফ কোস্ট হয়ে চলে যাবে বলে আশা করা হচ্ছে। স্পুটনিক, এপি

মাার্কিন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি মেলানিয়া- দুজনেই পজিটিভ। হাসপাতালে ট্রাম্পকে ডেক্সামেথাসন ও রেমডিসিভির দেয়া হয়।  দুদিন অক্সিজেন আর একবার এন্টিবডি থেরাপি দেয়া হয়। নেগেটিভ রিপোর্ট আসার আগে ট্রাম্প আইসোলেশনে থাকাটাই সঠিক হতো, যেটা তিনি করবেন না। তার সহকারিরা করোনায় ভুগতে শুরু করেছেন। আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব।

ট্রাম্প কোভিড পজিটিভ হওয়ার পর থেকেই নানামুখী অনুমান আর হিসেবনিকেশ ব্যস্ত রেখেছিলো মানুষকে।  তাতে ট্রাম্পের করোনাবিষয়ক নৈতিক অবস্থান টলেনি খুব একটা। চারদিন মিলিটারি হাসপাতালে দারুণেএকটা চিকিৎসা নিয়েছেন। খোশমেজাজে হাসপাতাল থেকে বের হয়ে আসেন, তার আগের দিন বলা নেই কওয়া নেই, গাড়িবহর নিয়ে জনসংযোগ করে  আবার হাসপাতালে চলে গেছেন।

ওয়াল্টার রিড মিলিটারি মেডিক্যাল সেন্টার  থেকে ফেরার দিন মেরিন ওয়ান থেকে নেমে হোয়াইট হাউসের ট্রুডো ব্যালকনিতে গিয়েই মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। আর একদিন আগেই, হাসপতাল থেকে বের হওয়ার আগে টুইটে বলেছেন, শিগগির ফিরছি নির্বাচনী প্রচারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়