শিরোনাম
◈ তুরস্ক-বাংলাদেশ বিমান প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে তোলপাড় ◈ দুই জ‌নের ম‌ধ্যে আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের ◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও)

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাউদিয়া ও বাংলাদেশ বিমানের টিকিট বিক্রি কার্যক্রম চলছে, বিপাকে অন্যান্য এয়ালাইন্সের যাত্রীরা

লাইজুল ইসলাম: [২] সকালে হোটেল সোনারগাঁস্ত সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ে দেখা যায় প্রবাসীরা কোনো ধরনের ঝামেলা ছাড়া সৌদি ফেরার টিকিট সংগ্রহ করছেন। যাদের ভিসা ও আকামার মেয়াদ কম তাদেরকে দেয়া হচ্ছে টিকিট। এতে অতিরিক্ত খরচের হাত থেকেও বেঁচে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীরা।

[৩] প্রবাসী হিরু মিয়া বলেন, ১০ দিন পরে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। তার আগেই আমাকে যেতে হবে সৌদিতে। এখন সাউদিয়া এয়ারলাইন্স যেভাবে টিকিট দিচ্ছে অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে কাজে ফিরতে পারবেন।

[৪] প্রবাসী সেলিনা পারভিন বলেন, ভিসার মেয়াদ আরো কয়েকমাস আছে। তারপরও আমার মালিক যেতে বলছেন। তাই আজ ফর্মে নাম লিখে গেলাম। আশা করি দ্রুত যেতে পারবো।

[৫] বাংলাদেশ বিমানের টিকিট বিক্রি হচ্ছে মতিঝিলের নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে। প্রতিদিনের মতো নির্ধারিত তারিখের টিকিট বিক্রি করেছে তারা। সময়মতো টিকিট পেয়ে খুশি যাত্রীরা।

[৬] প্রবাসীদের অনেকে দেশে এসেছেন এমিরেটস, শ্রীলংকান, মালিন্দ, কুয়েতসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সে। এসব বিমান সংস্থা যেহেতুু উড়োজাহাজ চালানোর অনুমতি পায়নি তাই দুশ্চিন্তায় আছেন প্রবাসীরা।

[৭] প্রবাসীরা বলেন, বিমান ও সাউদিয়া এখনো সৌদি যাবার নরমাল টিকিট বিক্রি করছে না। তারা রি টিকিট দিচ্ছেন। কিন্তু আমরা তো এদের যাত্রী না। টিকিট রি ইস্যুর পর আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়