মাছুম বিল্লাহ: [২] সম্প্রতি পৃথিবীর দিকে গ্রহাণু ধেয়ে আসার খবর একটু বেশিই পাওয়া যাচ্ছে। বুধবার আরও একটি গ্রহাণু পৃথিবীর কক্ষপথ ঘেঁষে বেরিয়ে যাবে। নাসা’র নর্থ-আর্থ অবজেক্ট সেন্টার জানিয়েছে, বোয়িং ৭৪৭ জেট বিমানের চেয়েও বড় এই গ্রহাণুর নাম রাখা হয়েছে ‘২০২০ জক২’।
[৩] সংস্থা আরও জানিয়েছে, এ হেন গ্রহাণু ২০২০ আরকে২ সেকেন্ডে ৬.৬৮ কিলোমিটার বেগে এগিয়ে আসছে পৃথিবীর কক্ষপথের দিকে। চিন্তা নেই, আমাদের কাছে এটা বেশ বলার মতো এক গতিবেগ হলেও গ্রহাণুর নিরিখে তা খুবই কম। মোদ্দা কথা, এ অতি শ্লথ গতির এক গ্রহাণু, কাজেই এর থেকে পৃথিবীর বিপদের কোনও আশঙ্কাই নেই। গত মাস থেকে হরেক পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্তে এসেছে নাসা।
[৪] নাসার বক্তব্য অনুযায়ী এই ২০২০ আরকে২ ব্যাসের দিক থেকে ধরলে ৩৬-৮১ মিটার। আর প্রস্থের কথা তুললে ১১৮ থেকে ২৫৬ ফুট। গ্রহাণুর দিক থেকে বিচার করলে আয়তনটা ছোটই বলতে হবে। তা ছাড়া সুপারম্যানের যাতে ছুটে আসার প্রয়োজন না হয়, সে জন্য ঢ্যাঁড়া পিটিয়েই রেখেছে সংস্থা- ২০২০ আরকে২ ৩৮,২৭,৭৯৭.৩৪ কিলোমিটার দূরত্বের তফাত রেখে পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে হেলে-দুলে। তার পর আবার তার ২০২৭ সালের আগে এ-মুখো হওয়ার কোনও সম্ভাবনাই নেই! সম্পাদনা: বাশার নূরু