শিরোনাম
◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করল সরকার ◈ আ. লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: শফিকুল আলম ◈ পতনের পর স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী ◈ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েল, ট্রাম্পের কঠোর বার্তা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মোকাবেলায় বাজার অর্থনীতি ব্যর্থ, সংস্কার জরুরি বললেন পোপ

রাশিদুল ইসলাম : [২] পোপ ফ্রান্সিস বলেছেন বিশ্ব ব্যবস্থাপনায় যে ত্রুটি রয়েছে তা প্রমাণ করেছে বাজারের স্বাধীনতা দিয়ে সবকিছু মোকাবেলা করা যায় না। তিনি বলেন কোভিড মহামারী মোকাবেলায় পুঁজিবাদের যাদু তত্ত্ব ব্যর্থ হয়েছে এবং বিশ্বের এক নতুন ধারার রাজনীতি দরকার যা সংলাপ ও সংহতি প্রচার করে যুদ্ধকে সবসময় প্রত্যাখ্যান করে। ডেইলি মেইল

[৩] একই সঙ্গে পোপ তার সামাজিক শিক্ষার মূল উপাদানগুলোকে মানব পরিবারের পুনরুত্থিত বোধকে অনুপ্রাণিত করার জন্যে এক নতুন জ্ঞানতত্ত্বের প্রয়োজন বলে উল্লেখ করেন। পোপ বলেন, এ বিশ্বে কালে মেঘ ঘনিয়ে এসেছে। এখন মহান মানবতা রক্ষায় দ্বন্দ্ব নয়, ঐক্য জরুরি। মুক্ত বাজার অর্থনীতির অন্যায্যতা বিশ্ব ধংসের স্বাক্ষরকে স্পষ্ট করে তুলেছে।

[৪] বৈধ প্রতিরক্ষার উপায় হিসেবে যুদ্ধকে ন্যায্য হিসেবে ক্যাথলিক চার্চের যে মতবাদ ছিল তা প্রত্যাখ্যান করে পোপ বলেন বহু শতাব্দী ধরে এটির বিস্তৃত প্রয়োগ হয়েছে এখন আর এটি কার্যকর নয়। কারণ এখন এক কঠিন সময় আগত যে গত শতাব্দীর যুক্তিসঙ্গত মানদণ্ডের কথা বলাও এখন অকার্যকর হয়ে উঠেছে।

[৫] পোপ বলেন কোভিডে বিশ্বব্যাপী মানুষের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিদ্যমান রাজনীতি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। তিনি বলেন বিভিন্ন দেশ সংকট নিয়ে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে তাদের অক্ষমতা যথেষ্ট স্পষ্ট হয়ে উঠেছে। তাই বর্তমান বিধিবিধানকে পরিমার্জন করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়