শিরোনাম
◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকেন ছাড়া টিকিট দিচ্ছে সাউদিয়া এয়ারলাইন্স, প্রবাসীদের ডাকা হয়েছে এসএমএসের মাধ্যমে

লাইজুল ইসলাম : [২] সকালে হোটেল সোনারগাঁস্থ সাউদিয়া এয়ালাইন্সের কার্যালয়ে ভীড় করেন প্রবাসীরা। কেউ কেউ এসেছেন টোকেন ছাড়া টিকিট সংগ্রহ করতে। কেউ এসেছেন ফর্ম পূরণ করে জমা দিতে। আগের টোকেন প্রাপ্তারাও এসেছেন। তাই কিছুটা ভিড় লক্ষ করা গেছে। তবে এই ভিড় রোববারের মত অতিরিক্ত নয়।

[৩] প্রবাসী হাসান মিয়া জানান, সকালে এসেছি টোকেন নিয়ে। টিকিট পেলাম। চলে যাচ্ছি করোনা টেস্ট করতে।

[৪] প্রবাসী সোহেলি বলেন, আমি রোববার টোকেন পেয়েছিলাম। সেটা দিয়ে টিকিট সংগ্রহ করলাম।

[৫] প্রবাসী সোলায়মান বলেন, ফর্ম পূরণ করে দিয়ে গেলাম। আশা করি দ্রুত সময়ের মধ্যেই টিকিট পাবো। তারা যেভাবে টিকিট দিচ্ছে এটাই ভালো প্রক্রিয়া।

[৬] প্রবাসীরা জানান, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে কাজে যোগ না দিলে ছাঁটাইয়ের হুমকি দিচ্ছেন নিয়োগকর্তা।

[৭] আজ অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত যাদের ভিসার মেয়াদ আছে তাদের টিকিট দিচ্ছে সাউদিয়া এয়ারলাইন্স। রোববার ৩০০ টোকেন দেয়া হয়। তাদেরকেও টিকিট দিচ্ছে। টিকিট পেতে ফর্ম পূরণ করে সাউদিয়া এয়ারলাইন্সে জমা দিয়ে যাচ্ছেন অনেকে।

[৮] সাউদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, রোববারের টোকেনে যাদের সিল নেই তাদের বুধবার আবার আসতে হবে। যাদের কাছে টোকেন আছে তারাই শুধু আসবেন বলেও জানায় কর্তৃপক্ষ।

[৯] সাউদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরো জানায়, প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি প্রবেশের দিকে লক্ষ্য রেখেই টিকিট বিক্রি হচ্ছে। মেয়াদ আগে শেষ হবে- এমন যাত্রীদের তালিকা করে টিকিট দেয়ার সময় মোবাইল এসএমএসের মাধ্যমে সময় জানিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। প্রবাসীদের সেবায় এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানিয়েছে সাউদিয়া এয়ারলাইন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়