শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকেন ছাড়া টিকিট দিচ্ছে সাউদিয়া এয়ারলাইন্স, প্রবাসীদের ডাকা হয়েছে এসএমএসের মাধ্যমে

লাইজুল ইসলাম : [২] সকালে হোটেল সোনারগাঁস্থ সাউদিয়া এয়ালাইন্সের কার্যালয়ে ভীড় করেন প্রবাসীরা। কেউ কেউ এসেছেন টোকেন ছাড়া টিকিট সংগ্রহ করতে। কেউ এসেছেন ফর্ম পূরণ করে জমা দিতে। আগের টোকেন প্রাপ্তারাও এসেছেন। তাই কিছুটা ভিড় লক্ষ করা গেছে। তবে এই ভিড় রোববারের মত অতিরিক্ত নয়।

[৩] প্রবাসী হাসান মিয়া জানান, সকালে এসেছি টোকেন নিয়ে। টিকিট পেলাম। চলে যাচ্ছি করোনা টেস্ট করতে।

[৪] প্রবাসী সোহেলি বলেন, আমি রোববার টোকেন পেয়েছিলাম। সেটা দিয়ে টিকিট সংগ্রহ করলাম।

[৫] প্রবাসী সোলায়মান বলেন, ফর্ম পূরণ করে দিয়ে গেলাম। আশা করি দ্রুত সময়ের মধ্যেই টিকিট পাবো। তারা যেভাবে টিকিট দিচ্ছে এটাই ভালো প্রক্রিয়া।

[৬] প্রবাসীরা জানান, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে কাজে যোগ না দিলে ছাঁটাইয়ের হুমকি দিচ্ছেন নিয়োগকর্তা।

[৭] আজ অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত যাদের ভিসার মেয়াদ আছে তাদের টিকিট দিচ্ছে সাউদিয়া এয়ারলাইন্স। রোববার ৩০০ টোকেন দেয়া হয়। তাদেরকেও টিকিট দিচ্ছে। টিকিট পেতে ফর্ম পূরণ করে সাউদিয়া এয়ারলাইন্সে জমা দিয়ে যাচ্ছেন অনেকে।

[৮] সাউদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, রোববারের টোকেনে যাদের সিল নেই তাদের বুধবার আবার আসতে হবে। যাদের কাছে টোকেন আছে তারাই শুধু আসবেন বলেও জানায় কর্তৃপক্ষ।

[৯] সাউদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরো জানায়, প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি প্রবেশের দিকে লক্ষ্য রেখেই টিকিট বিক্রি হচ্ছে। মেয়াদ আগে শেষ হবে- এমন যাত্রীদের তালিকা করে টিকিট দেয়ার সময় মোবাইল এসএমএসের মাধ্যমে সময় জানিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ। প্রবাসীদের সেবায় এই কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানিয়েছে সাউদিয়া এয়ারলাইন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়