মাহবুবুর রহমান : [২] নোয়াখালীতে বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন ও বিবস্ত্র করার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, ভিকটিম নিরাপত্তাহীনতায ও ভয়ের কারণে ঘটনার মূল হোতা দেলোয়ার এর নাম প্রকাশ করেননি।
[৩] মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আল মাহমুদ ফজলুল কবির ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্যগুলো নিশ্চিত করেন।
[৪] তিনি জানান, দেলোয়ার তাকে ইতোমধ্যে পূর্বে আরো কয়েকবার ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেন এবং এ ঘটনা যদি প্রকাশ করেন তাদের কাছে থাকা আরো ভিডিওগুলো ইন্টারনেটে প্রকাশ করে দিবেন ইন্টারনেটে।
[৫] তিনি আরো জানান, আমরা এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করব। সম্পাদনা: হ্যাপি