শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবির হাইপারফরম্যান্স ক্যাম্পের ৪০ জনই কোভিড নেগেটিভ

স্পোর্টস ডেস্ক : [২] জাতীয় দল, ‘এ’ দল এবং হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) নিয়ে একটি ওয়ানডে সিরিজের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তার আগে ৭ অক্টোবর বুধবার মিরপুরে শুরু হতে যাচ্ছে হাইপারফরম্যান্স ইউনিটের ক্যাম্প।

[৩] ক্যাম্প শুরুর আগে অবশ্য সোমবার (৫ অক্টোবর) এইচপির ক্রিকেটার ও কোচিং স্টাফসহ মোট ৪০ জনের করোনা পরীক্ষা করেছিল বিসিবি। মঙ্গলবার (৬ অক্টোবর) জানা গেছে এই পরীক্ষার ফলাফল। সবারই করোনা নেগেটিভ এসেছে।

[৪] বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে প্রায় ৪০ জনের করোনা পরীক্ষা করিয়েছিলাম। সবারই নেগেটিভ এসেছে। ফলে ক্যাম্পে যোগ দিতে বাঁধা নেই কারও।

[৫] ১১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে ওয়ানডে সিরিজটি। যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে জানা গেছে, এই সিরিজের প্রত্যেকটি ম্যাচই হবে দিবারাত্রি এবং দর্শকশুন্য স্টেডিয়ামে। একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার পর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে পারে ফাইনাল।

[৬] এই সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে কয়েকদিন সময় পাবেন এইচপি এবং ‘এ’ দলের ক্রিকেটাররা। তবে ক্যাম্পের শুরুতে এইচপির ক্রিকেটাররা নবনিযুক্ত ইংলিশ হেড কোচ টবি র‌্যাডফোর্ডকে পাচ্ছে না। ক্যাম্পের দ্বিতীয় সপ্তাহ থেকে শিষ্যদের সঙ্গে যোগ দিতে পারেন এই ইংলিশম্যান। এই সিরিজের পরও এইচপি দলের ক্যাম্প চলবে। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়