মহসীন কবির : [২] নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটের এমসি কলেজসহ সারাদেশের নারী ধর্ষণের ঘটনা বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে থেকে এ কর্মসূচি পালন করছে শিক্ষাথীসহ নানা পেশার মানুষ।
[৩] মঙ্গলবার (০৬ অক্টোবর) রাজধানীর শাহবাগে দুপুর ১২টা থেকে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ধর্ষণবিরোধী কোনো জমায়েত শুরু হয়েছে। গণজমায়েতে যোগ দিয়েছেন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী, লেখক-কবি ও ব্লগাররা।
[৪] শাহবাগ মোড় থেকে কিছুক্ষণের মধ্যেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করা হয়। জমায়েত থেকে ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’, ‘যে রাষ্ট্র ধর্ষকের, সে রাষ্ট্র মানি না’, ‘যে রাষ্ট্র ধর্ষককে পুষে, সে রাষ্ট্র মানিনা’ সহ ধর্ষণবিরোধী নানা স্লোগান নিয়ে আন্দোলনকারীরা মাঠে রয়েছেন।
[৫] নোয়াখালীতে নারী নির্যাতনসহ ধর্ষণের প্রতিবাদে মৌন পদযাত্রা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি শুরু করে রায়সাহেব বাজার ও সোহরাওয়ার্দী কলেজ হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয়।
[৬] নোয়াখালীতে নারী নির্যাতনে সকল আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় ঘন্টাব্যাপী নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র নির্যাতনসহ দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হয়।
[৭] কঠোর আইন ছাড়া ধর্ষণ বন্ধ করা সম্ভব না বলে জানিয়েছেন গ্রীন ভয়েসের উপদেষ্টা ও স্থপতি ইকবাল হাবিব।মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ১১টায় রাজধানীর ধানমন্ডির আড়ংয়ের সামনে ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে তিনি একথা বলেন। মানববন্ধনের আয়োজন করে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। ইকবাল হাবিব বলেন, রাজনৈতিক দলের প্রশ্রয় পাওয়ার কারণে দেশে দানব তৈরি হয়েছে। এই দানবদের দমনে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নিতে হবে।
[৮] অব্যাহত হারে বৃদ্ধি পাওয়া ধর্ষণ, গণধর্ষন, নারীর প্রতি সহিংসতাসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে বরিশালে গণ অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সমানের সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন সামাজিক প্রতিরোধ কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ জোট ও ব্লাস্ট বরিশাল ইউনিটের নেতৃবৃন্দ।
[৯] মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ দেশব্যাপী ধর্ষণ ও নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘নারীর প্রতি প্রতিহিংসার বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান’ কর্মসূচীর আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন জেলার সাংস্কৃতিক সমাজ, রাজনীতিবিদ, আইনজীবী ও বিভিন্ন নারী সংস্থা।