শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট দ.আফ্রিকার প্রধান নির্বাহীর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ

স্পোর্টস ডেস্ক : [২] চলতি বছরের আগস্টে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী পদ থেকে বরখাস্ত করা হয় থাবাং মোরেকে। এবার তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির গুরুতর অভিযোগের নথি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ফরেনসিক বিভাগ ‘ফানডুজি’।

[৩] যদিও এই নথির বিস্তারিত গোপন রাখা হয়েছে। তবে শর্ত সাপেক্ষে সংক্ষিপ্ত নথি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ‘ফানডুজি’র প্রকাশিত প্রতিবেদনে মোরের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি, বোর্ডের ক্রেডিট কার্ড ব্যবহার করে মদ ক্রয় ও বোর্ডের নীতি অনুসরণ না করার অভিযোগ আনা হয়েছে।

[৪] সম্পূর্ণ ফরেনসিক প্রতিবেদনটি ইতোমধ্যে বোর্ডের সদস্যদের কাছে অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছে। ২৭ আগস্ট সিএসএ এক বিবৃতির মাধ্যমে জানায় তারা মোরেকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করেছে।

[৫] এরপর নতুন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দেয়া হয় কুগান্দ্রি গোভেন্দারকে। যদিও ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকেই সাময়িক বরখাস্ত হয়ে ছিলেন মোরে। ২০১৯ সালের ডিসেম্বরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাদের অভ্যন্তরীণ দুর্নীতির তদন্তের জন্য ফানডুজিকে নিয়োগ করে।

[৬] ২০১৬-২০১৯ গত তিন বছরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিভিন্ন কার্যক্রম অনুসন্ধান করতে গিয়ে মোরের বিরুদ্ধে ২০টির মতো গুরুতর অভিযোগ পায়। এগুলোই আজ নথি আকারে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাছে প্রকাশ করেছে তারা। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়