লাইজুল ইসলাম : [২] চীনের সিনোভ্যাক বায়োটেক তাদের তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে পরিচালনা করতে ২৭ আগস্ট ছাড়পত্র পায়। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি চীনা কোম্পানিটিকে ট্রায়ালের জন্য অনুমোদন দেয়। ভ্যাকসিনটির ট্রায়ালে সহায়তা করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র। এজন্য সাতটি হাসপাতালও নির্ধারণ করে আইসিডিডিআরবি।
[৩] এদিকে দেশে ধীরে ধীরে কোভিড রোগীর সংখ্যা কমছে। এই কারণে ইতোমধ্যে সরকার বন্ধ করেছে হলি ফ্যামিলি ও মহানগরসহ বেশ কয়েকটি কোভিড হাসপাতাল বন্ধ করেছে সরকার।
[৪] আইসিডিডিআরবির এক কর্মকর্তা বলেন, বিএমআরসিতে যে গাইডলাইন দিয়ে অনুমোদন আনা হয়েছিলো সেখানে প্রাইভেট হাসপাতাল বা অন্য যেকোনো কোভিড হাসপাতাল যুক্ত করার কথা উল্লেখ আছে।
[৫] তিনি বলেন, ঢাকার ভেতরে সরকারের যেসব কোভিড হাসপাতাল আছে তা দিয়ে যদি ৭টি হয়ে যায় তবে আর বেসরকারি হাসপাতালের সঙ্গে আলোচনার প্রয়োজন পড়বে না।
[৬] তিনি বলেন, যেদিন সরকারও সিনোভ্যাক আমাদের ভ্যাকসিন ট্রায়ালের কথা বলবে আমরা সেদিনই কাজ শুরু করবো। বেশ কিছু কার্যক্রম শেষ করা হয়েছে। আমরা কিছুটা প্রস্তুতি শেষ করেছি। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু, এলএনসি।