রাহুল রাজ : [২] দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার ৫ অক্টোবর আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
[৬] আইপিএলে এখনও পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৮ বার জিতেছে শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ পাল্লা ভারী বেঙ্গালুরুর। তবে আজকের ম্যাচে হিসেব পাল্টে যেতে পারে।
[৭] তবে সব শেষ দুই ম্যাচের ফলাফল স্বস্তি দিচ্ছে দিল্লি শিবিরকে। কেননা ২০১৯ সালের আইপিএলের লিগ পর্যায়ের দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিল শ্রেয়স আইয়ার শিবির। দ্বিতীয় ম্যাচেও বিরাট কোহলির দলকে ১৬ রানে টেক্কা দিয়েছিল দিল্লি।