লিহান লিমা: [২] ব্রিটেনের অনুসন্ধানী লেখক টম বোয়ার তার নতুন বইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পারিবারিক জীবন ও বৈবাহিক কেলেঙ্কারির নানা ঘটনা তুলে এনেছেন। ডেইলি মেইল
[৩] বরিসের মা শার্লট (৭৭) বইয়ের লেখক টমকে জানান, তার স্বামী স্ট্যানলি ব্রোক (৮০) পারিবারিক নির্যাতনের এক ঘটনার সময় তার নাক ভেঙ্গে দিয়েছিলেন। আহত হয়ে তাকে তখন হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছিলো। এই ঘটনা ১৯৭০ সালের, শালর্ট তখন স্নায়ুবিক রোগ ওসিডিতে ভুগছিলেন। তিনি বলেন, ওই ঘটনা ১০ বছরের বরিসের ওপর অনেক প্রভাব ফেলে। সে নির্জীব ও চুপচাপ হয়ে যায়।
[৪] শার্লট আর স্ট্যানলির সঙ্গে সম্পর্ক রাখেন নি। কারণ তার স্বামী একাধিক সম্পর্কে লিপ্ত ছিলেন। বরিসের সঙ্গে তিনি এ বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে বুঝতে পারেন, বরিস তার বাবাকে অনেক পছন্দ করে।
[৫] বরিসের প্রথম স্ত্রী এলাগ্রা মোস্টন ওন বলেন, বরিস একেবারেই তার বাবার স্বভাব পেয়েছে। একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখাটা তার অভ্যাস।
[৬] বরিস ১৯৯৩ সালে দ্বিতীয় বিয়ে করেন বাল্যবন্ধু মেরিনাকে। তবে মেরিনার সঙ্গে সম্পর্ক থাকাকালেই ২০০৯ সালে ব্যবসায়ী হেলন মেসিনটায়েরের সঙ্গে বরিসের সম্পর্কের গুঞ্জন ওঠে। ২০১৮ সালে মেরিনার সঙ্গে বরিসের বিচ্ছেদ হয়ে যায়।
[৭] এখন বরিস থাকছেন তার গার্লফ্রেন্ড ক্যারি স্যামন্ডের সঙ্গে। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। সম্পাদনা: ইকবাল খান