মামুন-অর-রশিদ: [২] শনিবার দুপুরে বগুড়া রোডে সোনালী ব্যাংক করপোরেট শাখার পাশের গলিতে এক ব্যক্তি ওই নারীকে সন্তান প্রসব করা অবস্থায় দেখে পাশের এক বাড়ি থেকে কাপড় নিয়ে এসে তাকে ঢেকে দেয়। পরে পাশের এক বেসরকারি ক্লিনিকে খবর দিলে নার্স এসে তাকে চিকিৎসা দেন।
[৩] নগরীর বগুড়া রোডের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার পাশের গলিতে ওই নারী কন্যা সন্তান প্রসব করে। খবর পেয়ে কোতয়ালী মডেল থানার ওসি আব্দুর রহমান মুকুল ঘটনাস্থলে গিয়ে নবজাতক সহ নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
[৪] গলির মধ্যে সন্তান প্রসবের পর ওই প্রসূতি নারী কাতরাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাশ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকের নার্সের সহায়তা নেন। এরপর একটি এ্যাম্বুলেন্সে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করেন তারা। সেখানে শিশুটিকে নবজাতক ওয়ার্ডে এবং তার মাকে প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা দুইজনই শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানান মুকুল।
[৫] মুকুল জানান, ওই মানসিক ভারসাম্যহীন নারী নিজের নাম নাজমা বলছে। তবে তার আর কোনও পরিচয় বলতে পারছে না। মা ও শিশুর চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার জন্য দায়ী ব্যাক্তিকেও শনাক্তের কাজ চলছে। সম্পাদনা: হ্যাপি