শিরোনাম
◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত ◈ অস্ত্রের লাইসেন্স সহ গানম্যান পাচ্ছেন ওসমান হাদির বোন ◈ নারী সঙ্গী তন্বীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ আপনিই দেশের মালিক, ভোটেই ঠিক হবে আগামী পাঁচ বছর: প্রধান উপদেষ্টা ◈ খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা ◈ গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে এবার বিএনপি ও জামায়াত প্রতিদ্বন্দ্বী!  ◈ মর‌ক্কোর জয় দিয়ে আফ্রিকা কাপ শুরু, গভীর রাতে মাঠে নামবে সালাহর মিশর ◈ হাদি হত্যাকাণ্ডের অনেক অগ্রগতি হয়েছে, তবে সব বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ শহীদ ওসমান হাদি হত্যা, সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে: আইন উপদেষ্টা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে রাস্তায় সন্তান প্রসব করলো মানসিক ভারসাম্যহীন নারী, পাশে দাঁড়ালেন পুলিশ

মামুন-অর-রশিদ: [২] শনিবার দুপুরে বগুড়া রোডে সোনালী ব্যাংক করপোরেট শাখার পাশের গলিতে এক ব্যক্তি ওই নারীকে সন্তান প্রসব করা অবস্থায় দেখে পাশের এক বাড়ি থেকে কাপড় নিয়ে এসে তাকে ঢেকে দেয়। পরে পাশের এক বেসরকারি ক্লিনিকে খবর দিলে নার্স এসে তাকে চিকিৎসা দেন।

[৩] নগরীর বগুড়া রোডের সোনালী ব্যাংক কর্পোরেট শাখার পাশের গলিতে ওই নারী কন্যা সন্তান প্রসব করে। খবর পেয়ে কোতয়ালী মডেল থানার ওসি আব্দুর রহমান মুকুল ঘটনাস্থলে গিয়ে নবজাতক সহ নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

[৪] গলির মধ্যে সন্তান প্রসবের পর ওই প্রসূতি নারী কাতরাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাশ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকের নার্সের সহায়তা নেন। এরপর একটি এ্যাম্বুলেন্সে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করেন তারা। সেখানে শিশুটিকে নবজাতক ওয়ার্ডে এবং তার মাকে প্রসূতি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা দুইজনই শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানান মুকুল।

[৫] মুকুল জানান, ওই মানসিক ভারসাম্যহীন নারী নিজের নাম নাজমা বলছে। তবে তার আর কোনও পরিচয় বলতে পারছে না। মা ও শিশুর চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার জন্য দায়ী ব্যাক্তিকেও শনাক্তের কাজ চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়