ইফতেখায়ের আলম: [২] র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম (৩২) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩০)।
[৪] র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, র্যাবের নাম ভাঙ্গিয়ে মাইনুল ও রুহুল চাঁদাবাজি করছে। বিষয়টি জানতে পেরে রাজশাহীর চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ভুয়া দুই র্যাব সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়। সম্পাদনা: জেরিন আহমেদ