শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে করোনা মোকাবেলা সহজ হয়েছে, বললেন নিক্সন চৌধুরী

 

ডেস্ক রিপোর্ট : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে করোনা মোকাবেলা আমাদের জন্য সহজ হয়েছে। তার সঠিক দিক নির্দেশনায় প্রশাসনের কর্ম দক্ষতায় করোনা মোকাবেলা আজ আমাদের অনেক সহজতর হয়েছে।

শুক্রবার দুপুরে ভাঙ্গা সরকারি পাইলট স্কুল হল রুমে এসএসসি-৯২ ব্যাচ আয়োজিত করোনা সচেতনা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মুজিবুর রহমান চৌধুরী বলেন, করোনা মোকাবেলায় সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সচেতন নাগরিক একে অপরের পাশে এগিয়ে এসেছে। এতে করে করোনার ক্ষতি আমাদের অনেকাংশে লাঘব হয়েছে। করোনায় সচেতনা বলতে সকলকেই মাস্ক ব্যবহার করতে হবে। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। যত্রতত্র ভিড় না জমিয়ে ভিড় এড়িয়ে চলতে হবে। নিয়মিত হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে।

সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের পিপি আসাদুজ্জামান রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন মিয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জমসেদ, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাখাওয়াৎ হোসেন, সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।
সূত্র- ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়