শামসুজ্জামান মেহেদী: মানুষের মধ্যে যতগুলি কুপ্রবৃত্তি আছে, লোভ হচ্ছে তার মধ্যে অন্যতম! লোভের কারণে মানুষকে বিভিন্ন ধরনের অপমান, লাঞ্ছনা ও লজ্জিত হতে হয়! আবার লোভ চরিতার্থ না হলে আরো কিছু কুপ্রবৃত্তি তৈরি হয়! কোন কিছু প্রাপ্তির জন্য অনেকে চাটুকারিতা এবং কপটতা মূলক আচরণ করে! সাধুতা প্রদর্শন পূর্বক প্রিয়ভাজন হবার চেষ্টা করে! ঘৃণা, অবহেলা করলেও অকাতরে সহ্য করে! অন্যায় অম্লান বদনে হজম করে! আল্লাহ পাক লোভ নামক প্রবৃত্তিকে ভালো উদ্দেশ্যেই মানুষের মধ্যে সৃষ্টি করছেন! কিন্তু মানুষ তা নিজের সর্বনাশের জন্য ব্যবহার করছে! সে তার নিজের অংশ নিয়ে সন্তুষ্ট নয়! যারা অল্পে তুষ্ট নয় তারা লোভ লালসা থেকে নিজেকে মুক্ত করতেও সক্ষম নয়! হুজুরে পাক (সাঃ) বলেছেন, ''মানুষের সমস্ত কিছু বৃদ্ধ হতে থাকে! কিন্তু দুটি বস্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে! একটি দীর্ঘ জীবনের আকাঙ্খা অপরটি বহু ধন সম্পদের লালসা!" তিনি আরও বলেন, ''দুটি প্রান্তরপূর্ণ স্বর্ণ হস্তগত হলেও মানুষ তৃতীয় আরেকটি প্রান্তরপূর্ণ স্বর্ণের লোভ করবে! মাটি ব্যতিত কোন কিছুই মানুষের অন্তরকে পরিতৃপ্ত করতে পারবে না! অর্থাৎ কবরে না যাওয়া পর্যন্ত মানুষের অর্থ-ক্ষুধার নিবৃত্তি নেই!'' ফেসবুক থেকে